লালমোহনে আগুন লাগতে দেখে বৃদ্ধের মৃত্যু, ৮ দোকান পুড়ে ছাই

প্রচ্ছদ » জেলা » লালমোহনে আগুন লাগতে দেখে বৃদ্ধের মৃত্যু, ৮ দোকান পুড়ে ছাই
বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২



লালমোহন প্রতিনিধি ॥
ভোলার লালমোহনে দোকানে আগুন লাগতে দেখে মোসলেউদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্য হয়েছে। বুধবার (২ ফেব্রুয়ারি) ভোর ৫ টার দিকে উপজেলার লর্ডহাডিঞ্জ ইউনিয়নের কাশমির বাজারে এ ঘটনা ঘটে। মৃত মোসলেউদ্দিন ওই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা এবং পেশায় একজন হোটেল ব্যবসায়ী।
আগুনে ব্যবসায়ীদের ৩ টি মুদি দোকান, একটি কীটনাশকের দোকান, ২ টি খাবার হোটেল, একটি মুগরীর দোকান ও একটি ক্লাব ঘর পুড়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতিগ্রস্থ হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।

---

স্থানীয়রা জানান, ভোর ৫ টার দিকে একটি দোকান থেকে আগুনের সুত্রপাত। এতে মুহুর্তের মধ্যে আগুন চারপাশের দোকানে ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা ডাক-চিৎকার দিয়ে আগুন সেখানের চেষ্টা করে।
খবর পেয়ে চরফ্যাশর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্তু ততক্ষনে ব্যবসায়ীদের ৮ টি দদোকান পপুড়ে যায়।
এদিকে  আগুন লাগার খবর পেয়ে দৌড়ে ছুটে আসেন বৃদ্ধ মোসলে উদ্দিন। তিনি চিৎকার দিয়ে হতাশাগ্রস্থ হয়ে ঘটনিস্থলেই মারা যান।
চরফ্যাশন ফায়ার সার্ভিসের সহকারি স্টেশন অফিসার রফিকুল ইসলাম বলেন, বৈদেতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এতে চার লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। এছাড়াও ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
ঘটনাস্থল পরিদর্শন করে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা বলেন, আগুনে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সরকারি সহায়তা প্রদান করা হচ্ছে। এছাড়াও নিহতের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষে থেকে নগদ ২৫ হাজার দেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৪০:০৪   ৩৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলা জেলা শ্রমিক লীগের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত
কাঁচের চুড়ি তৈরিতে ব্যস্ত বোরহানউদ্দিনের শ্রমিকরা
বিদ্যুৎ উদ্বৃত্ত, তবু লোডশেডিং
দুই মাসের নিষেধাজ্ঞার পর মাছ শিকারে প্রস্তুত জেলেরা
লালমোহনে তীব্র গরমে মুরগির খামারিদের বাড়ছে দুশ্চিন্তা
আপনাদের সেবা করার সুযোগ দিবেন: চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেন
অটো চেয়ারম্যান হওয়ার দিন শেষ জনগনের ভোট লাগবে: চেয়ারম্যান প্রার্থী মোঃ ইউনুছ
ভোলায় পৃথক দুর্ঘটনায় শিশুসহ ৩ জনের মৃত্যু
ভোলায় ডিবির অভিযানে অস্ত্রসহ ৩ দস্যু আটক, অপহৃতরা উদ্ধার
আজকের ভোলার স্টাফ রিপোর্টার বাবু কান্তিলাল গাঙ্গুলী আর নেই



আর্কাইভ