শনিবার, ১১ মে ২০২৪

ইলিশার জংশনে ডিজেল ব্যবসায়ীকে কুপিয়ে জখম

প্রচ্ছদ » অপরাধ » ইলিশার জংশনে ডিজেল ব্যবসায়ীকে কুপিয়ে জখম
শনিবার, ৮ জানুয়ারী ২০২২



বিশেষ সংবাদদাতা ॥
বালুখেকো মাদক ব্যবসায়ী ধারালো অস্ত্রের আঘাতে মারত্মক আহত ডিজেল ব্যবসায়ী মাওলানা মোস্তফা ভোলা সদর হাসপাতালে কাতরাচ্ছে এবং ৩লক্ষ টাকা হারিয়ে হতাশায় দিন কাটাচ্ছে।
ঘটনার বিবরনে প্রকাশ ইলিশা জংশন বাজার সংলগ্ন জনৈক বাবুল দরর্জী (কানা দর্জী) যে, ক বছর আগেও নারানগঞ্জ মেঘনা ঘাটে শ্রমিকের কাজ করতো। সে ভোলার মেঘনা থেকে অবৈধভাবে বালি উত্তোলন করে পুলিশ ও প্রশাসনের নাকের ডগায় তার অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে। সাথে সাথে বাবুল দরর্জী ও তার ছেলে মাদক ব্যবসায় জড়িত থেকে উঠতি বয়সের তরুনদের নেশাগ্রস্থ করিতেছে।

---

বাবুল দরর্জী অবৈধ ব্যবসা করে কোটিপতি বনে যাওয়ায় সে ধরাকে সরাজ্ঞান করে যার প্রমান বিগত দুই বছর যাবৎ তার বসত ঘরের পাশ্ববর্তী মোস্তফা মাওলানার সাথে সামন্য ব্যাপারেও খারাপ আচরনসহ সরকার দলীয় ক্ষমতা প্রদর্শন করে। উক্ত মাদক ব্যবসায়ী হঠাৎ করে একটি দ্বিতল ভবন নির্মান করতে গিয়ে মটর ব্যবহার করে মোস্তফা মাওলানার ব্যক্তিগত খরচায় বসানো ডিপ টিউবয়েল থেকে পানি উত্তোলন করে ব্যবহার শুরু করে।
এতে করে গত কিছুদিন যাবৎ উক্ত টিউবয়েল থেকে পানি উঠা বন্ধ হয়ে গেলে তাকেই মটর দিয়ে পানি উত্তোলন বন্ধ করা জন্য বলা হলেও সে মাওলানার কথায় কোন কর্নপাত না করায় মাওলানা পানি উত্তোলন বন্ধ করে দেয়।
এতে ক্ষিপ্ত হয়ে বাবুল দরর্জী তার স্ত্রী ও ছেলে মেয়ে এবং আত্মীয় স্বজনসহ কয়েকজন মিলে মাওলানা তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে গত বুধবার রাত ৯.০০টার সময় তার ঘরে ফেরার সময় তার উঠানে তাকে চাইনিজ কুড়ার, ধারালো দা, এবং রড দ্বারা মাথায় কুপিয়েও পিটিয়ে আহত করে এবং ডিজেল বিক্রির নগদ ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা ও তার সাথে থাকা তার ভাইয়ের ছেলে ও নিজের ছেলে দুটি মোবাইল বোন নিয়ে যায়।
মারাত্মক আহত মাওলানা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাথায় ১১টি সেলাই দেওয়া হয়েছে। এব্যাপারে ভোলা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০:৫০:২২   ৩০৫ বার পঠিত