ভোলা রেজিষ্ট্রার বিভাগের সেবা বিষয়ে গনশুনানী অনুষ্ঠিত

প্রচ্ছদ » জেলা » ভোলা রেজিষ্ট্রার বিভাগের সেবা বিষয়ে গনশুনানী অনুষ্ঠিত
মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১



মিজানুর রহমান ॥
ভোলা রেজিষ্টার বিভাগের সেবা বিষয়ে গনশুনানী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ডিসেন্বর) সকাল থেকে জেলা রেজিষ্ট্রারের কার্যালয়ের হল রুমে এ শুনানী অনুষ্ঠিত হয়। গনশুনানীতে প্রধান অতিথি ছিলেন, ভোলা জেলা রেজিষ্টার মোঃ সেলিম হাওলাদার।
সদর সাব-রেজিষ্ট্রা একেএম ফয়েজুল্লাহর সভাপতিত্বে¡ উক্ত শুনানীতে জাহাঙ্গীর আলম, আতাউর রহমান, মিজানুর রহমান, আবুল কালাম আজাদ, জাহিদা পাড়ভিন, দলিল লেখক সমিতির সভাপতি মোঃ ছিদ্দিক, সাধারন সম্পাদক মোঃ মোকলেছুর রহমান, হিসাব রক্ষক মোঃ মহসিন, জসিম উদ্দিন, গোলাম মাওলা, অফিস ষ্টাফ, বিভিন্ন ইউনিয়নের কাজীবৃন্দ ও শতাধীক সেবা গ্রহণকারী উপস্থিত ছিলেন।

---

সেবা গ্রহন কারী মিজানুর রহমান বলেন, ভোলা সদর সাব-রেজিষ্ট্রী অফিসটি নিজস্ব ভবন থেকে উপজেলা চত্বরে একটি জড়াজীর্ন ভবনে স্থানান্তর করা হয়েছে। সেখানে নেই রেকর্ড রাখার স্থান, ভবনের ছাদ ভেঙ্গে অফিস ষ্টাফ, দলিল দাতা ও গ্রহীতারা আহত হেেছন, এখন ভীম ভেঙ্গে পরে বড় ধরনের র্দূঘটনার আশংকা রয়েছে। কোন টয়লেট, মহিলাদের বসা বা নামাজের স্থান নেই, টয়লেটের প্রয়োজন হলে মহিলারা বিপাকে পরে। বর্তমানে সদর সাব-রেজিষ্ট্রী অফিসে আশা-যাওয়ায় জনগনের ভোগান্তিতে পরতে হচ্ছে। তাই সদর সাব-রেজিষ্ট্রী অফিসটি নিজস্ব ভবনে স্থানান্তর করলে জনগনের ভোগান্তি কমবে।
জেলা রেজিষ্টার সেলিম হাওলাদার বলেন, প্রথমে কাজীরা বাল্যবিবাহ বন্ধে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। অফিস ষ্টাফেরা দলিল দাতা-গ্রহীতাদেরকে কোন প্রকার হয়রানী করতে পারবেননা, যথা সময়ে দলিল রেজিষ্ট্রী ও নকল প্রদান করতে হবে, কোন প্রকার অবৈধ লেন দেন চলবেনা। এমন কোন অভিযোগ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। জনগন আমাকে যে কোন বিষয়ে সরা সরি জানাতে পারবেন, আমি যে কোন সময় অফিস পরিদর্শন করবো। অফিসটি আসলেই জুকির মধ্যে রয়েছে, সেখানে জনগনের অনেক সমস্যা হচ্ছে, আমি কতৃপক্ষের সাথে আলাপ করে একটি ব্যবস্থা নিবো।

বাংলাদেশ সময়: ২৩:৪৪:২৯   ২৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


নেয়ামতপুর চরে ভূমি মালিকদের উপর ভূমিদস্যুদের হামলা ॥ গুরুতর আহত ২৫
চরফ্যাশনে পলিথিন পুড়িয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল
ভোলায় লাশ গোসলের আধুনিক স্থাপনা গড়ে তোলা হবে: জেলা প্রশাসক
ভোলার গ্যাস উৎপাদন: কূপ খননে আরও চড়া দাম চায় গাজপ্রম
রাজাপুরে উপজেলার চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেনের উঠান সভা
ভোলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন
সুষ্ঠু নির্বাচনের দাবিতে চেয়ারম্যান প্রার্থী ইউনুছের সংবাদ সম্মেলন
ভোলায় উপজেলা পরিষদ নির্বাচনের আচরণবিধি নিয়ে আলোচনা সভা
আশরাফ হোসেন লাভু ছিলো আ’লীগের নিবেদিত প্রাণ: তোফায়েল আহমেদ
দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ॥ আহত-৩০



আর্কাইভ