প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে কাজ করছেন শেখ হাসিনা: এমপি মুকুল

প্রচ্ছদ » জেলা » প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে কাজ করছেন শেখ হাসিনা: এমপি মুকুল
মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১



দৌলতখান প্রতিনিধি ॥
ভোলার দৌলতখানে প্রতিবন্ধিদের হুইল চেয়ার ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে অনুদানের চেক বিতরণকালে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে আর্থিক অনুদান দিয়ে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের জীবনমানের উন্নয়নে প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। বঙ্গবন্ধু সব সময় ক্ষুধা ও দারিদ্রমুক্ত যে সোনার বাংলার স্বপ্ন দেখতেন, শেখ হাসিনা বাংলাদেশকে সেই সোনার বাংলা দেশে রুপান্তরের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে দারিদ্র বিমোচন, স্বাস্থ্য সেবা খাত সহ বিভিন্ন সূচকে আমরা লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছে গেছি। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্রের মর্যাদা অর্জনে সক্ষম হয়েছে।

---

সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ২০ জনপ্রতিবন্ধিকে হুইল চেয়ার ও ১২৪ জন প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের মাঝে ১৮ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণকালে এমপি আলী আজম মুকুল প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক হাওলাদারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মনজুর আলমখান, মহিলা ভাইস চেয়ারম্যান আইনুন নাহার রেনু, উপজেলা সমাজসেবা অফিসার (অ:দা:) বাহাউদ্দিন, দৌলতখান পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা আওয়ামীলীগ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, যুগ্ম সম্পাদক সাফিজল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:২২:৪৯   ২৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


সুষ্ঠু নির্বাচনের দাবিতে চেয়ারম্যান প্রার্থী ইউনুছের সংবাদ সম্মেলন
ভোলায় উপজেলা পরিষদ নির্বাচনের আচরণবিধি নিয়ে আলোচনা সভা
আশরাফ হোসেন লাভু ছিলো আ’লীগের নিবেদিত প্রাণ: তোফায়েল আহমেদ
দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ॥ আহত-৩০
আমাকে মটর সাইকেল প্রতীকে আপনাদের মুল্যবান ভোটটি দিবেন: চেয়ারম্যান প্রার্থী মোঃ ইউনুছ
নদীতে মিলছে না কাংখিত ইলিশ, হতাশ জেলেরা
সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইউনুস-পলাশ এর মতবিনিময় সভা
ভোলায় তীব্র তাপদাহের পর একপশলা প্রশান্তির বৃষ্টি
ভোলা জেলা শ্রমিক লীগের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত
কাঁচের চুড়ি তৈরিতে ব্যস্ত বোরহানউদ্দিনের শ্রমিকরা



আর্কাইভ