ভোলায় বেড়িবাঁধে ধ্বস ॥ উপকূলীয় এলাকার অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দি

প্রচ্ছদ » জলবায়ু » ভোলায় বেড়িবাঁধে ধ্বস ॥ উপকূলীয় এলাকার অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দি
সোমবার, ১২ জুন ২০১৭



---
শিমুল চৌধুরী ॥
বঙ্গোপসাগরে সৃষ্ট নি¤œচাপের প্রভাবে অস্বাভাবিকভাবে বেড়ে গেছে মেঘনা-তেঁতুলিয়া নদীর পানি। নদীর পানি বেড়ে যাওয়ায় এবং ঝড়ো বাতাসের সঙ্গে অবিরাম বর্ষায় জেলার দৌলতখানে রবিবার গভীর রাতে বেড়িবাঁধ ধ্বসে গেছে। জোয়ারের পানি ঢুকে মনপুরা, দৌলতখান, বোরহানউদ্দিন ও চরফ্যাশনের নি¤œাঞ্চল এবং চরাঞ্চলের অর্ধ লক্ষাধিক মানুষ পানিবন্দি রয়েছে। তলিয়ে গেছে ভোলার ইলিশা ফেরিঘাটের পন্টুন। ফলে ওই ঘাট দিয়ে ভোলা-লক্ষ্মীপুর রুটের যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। পারাপারের অপেক্ষায় উভয় পাড়ের শতাধিক যানবাহন আটকা পড়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যোগাযোগের একমাত্র মাধ্যম এটি।
স্থানীয়রা জানায়, মেঘনা ও তেঁতুলিয়া নদীর পানি অস্বাভাবিক বেড়ে যাওয়ায় দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বেড়িবাঁধ ধ্বসে গেছে। ঘূর্ণিঝড় মোড়ার প্রভাবে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধটি ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুলের নির্দেশে দৌলতখান উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র ও ইউএনও ঘটনাস্থলে পরিদর্শন করে বেড়িবাঁধ মেরামতের চেষ্টা করছেন।
এ ব্যাপারে দৌলতখান উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম খাঁন বলেন, অস্বাভাবিক পানির কারনে বেড়িবাঁধের ১৬ শতাংশের মধ্যে ১৪ শতাংশই ধ্বসে গেছে। এতে মানুষ আতঙ্কের  মধ্যে রয়েছে। চরম হুমকির মধ্যে রয়েছে পাউবোর এ বেড়িবাঁধটি। যে কোন সময় সম্পূর্ণ বাঁধটি ভেঙে গিয়ে বিস্তীর্ণ এলাকা তলিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। জোয়ারের পানিতে উপজেলার বিভিন্ন এলাকার নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে। তিনি আরো বলেন, ধ্বসে যাওয়া বেড়িবাঁধটি রবিবার রাত দেড়টা পর্যন্ত স্থানীয় এমপি আলী আজম মুকুল নিজে উপস্থিত থেকে বাঁধ মেরামতের চেষ্টা করছেন।
তবে, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহি প্রকৌশলী বাবুল আখতার বলেন, পাউবোর কোন বেড়িবাঁধ ভেঙে যাওয়ার কোন খবর আমরা এখনো পাইনি।
এদিকে মনপুরা উপজেলার ১ নম্বর মনপুরা ইউনিয়নের চৌমুহনী বাজার সংলগ্ন পশ্চিম পাশে এবং হাজিরহাট ইউনিয়নের পূর্ব সোনার চর এলাকায় ভেঙে যাওয়া বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে ওই এলাকার চরাঞ্চলের ৩০ হাজারেরও বেশী মানুষ পানিবন্দি রয়েছে। পানিতে নলকূপ ও পুকুর ডুবে যাওয়ায় ওই এলাকায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।
মনপুরা উপজেলা নির্বাহি কর্মকর্তা সোহাগ হাওলাদার জানান, তিনি পানিবন্দি এলাকা পরিদর্শন শেষে বিষয়টি জেলা প্রশাসককে জানিয়েছেন। বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের হাকিমুদ্দিন লঞ্চঘাট ও বাজারসহ অন্তত ৫টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে ৫ সহ¯্রাধিক মানুষ পানিবন্দি রয়েছে। ঘাটে থাকা বিআইডব্লিউটিএ’র দীর্ঘদিনের জরাজীর্ণ পন্টুনটি নদীর পানিতে ডুবে যায়। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন লঞ্চযাত্রী, বাজার ব্যবসায়ী ও স্থানীয়রা। লঞ্চঘাটের দায়িত্বরত ইজারাদার মোঃ নুরু মিয়া জানান, সরকারিভাবে নতুন পন্টুন স্থাপন না করায় মেঘনার প্রবল ¯্রােতে ও লঞ্চের প্রচন্ড ধাক্কায় ব্যবহার অনুপযোগী লক্কর-ঝক্কর এ পন্টুনটি এখন ব্যবহার করতে হচ্ছে।
হাকিমুদ্দিন বাজারের ব্যবসায়ী নুরে আলম জানান, জোয়ারের পানিতে তার ব্যবসায়ী মালামাল সব ভিজে নষ্ট হয়ে গেছে। তার মত অনেক ব্যবসায়ীর মালামাল ভিজে গেছে বলেও জানান তিনি।
এদিকে ওই উপজেলার কুতুবা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সংলগ্ন এলাকায় তেঁতুলিয়া নদীর ¯্রােতের তোড়ে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের প্রায় ৫টি পয়েন্টে ধ্বসে যায়। এতে হুমকির মুখে পড়েছে ওই এলাকার ঐতিহ্যবাহী প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান ছোট মানিকা সিনিয়র ফাজিল মাদ্রাসা। প্রাচীন এ প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানের সাত শতাধিক শিক্ষার্থীর ভবিষ্যত নিয়ে শঙ্কিত মাদ্রাসার উপাধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান। তিনি জানান, মাদ্রাসাটি একেবারেই নদীর কাছাকাছি এসে পড়েছে।
কুতুবা ইউপি চেয়ারম্যান নাজমুল আহসান জোবায়েদ জানান, বিষয়টি তিনি পাউবো কর্মকর্তাদেরকে অবহিত করেছেন।
বোরহানউদ্দিনের পৌর মেয়র ও ছোট মানিকা সিনিয়র ফাজিল মাদ্রাসার সভাপতি রফিকুল ইসলাম প্রতিষ্ঠান ও এলাকাবাসীকে বাঁচাতে অবিলম্বে তিনি বেড়িবাঁধ সংস্কার করে ব্লকবাঁধ নির্মানের দাবি জানান।
জোয়ারের পানিতে চরফ্যাশনের নি¤œাঞ্চল এবং চরাঞ্চলের ১০ হাজারেরও বেশী মানুষ পানিবন্দি রয়েছে। জোয়ারের পানিতে তলিয়ে গেছে ভোলার ইলিশা ফেরিঘাটের পন্টুন। এতে করে ওই ঘাট দিয়ে ভোলা-লক্ষ্মীপুর রুটের যানবাহন ঠিকমত ওঠা-নামা করতে পারছেনা। ফলে ভোগান্তির মধ্যে পড়েছে যাত্রী, যান চালক ও শ্রমিকরা। পারাপারের অপেক্ষায় রয়েছে উভয় পাড়ের শতাধিক যানবাহন।
এ ব্যাপারে ভোলা-লক্ষ্মীপুর রুটের ফেরির ব্যবস্থাপক আবু আলম বলেন, আমি বিষয়টি বিআইডব্লিউটিএ’র উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

বাংলাদেশ সময়: ২৩:১৫:২৩   ৬৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জলবায়ু’র আরও খবর


ভোলায় সাংবাদিকদের নিয়ে এলজিইডির জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
তজুমদ্দিনে রাস্তা চওড়া করার নামে কাটা হবে ৮৫৬টি গাছ, সাধারণ মানুষের ক্ষোভ
ভোলায় জলবায়ুর দুর্গতদের জন্য গৃহীত প্রকল্পের সুবিধা পাচ্ছে না ভুক্তভোগীরা
ভোলায় দুর্যোগ ঝূঁকি ও প্রস্তুতিতে কমিউনিটি লিডারদের সক্ষমতাবৃদ্ধির লক্ষে প্রশিক্ষণ
উপকূল দিবসের দাবীতে সমাবেশ
উপকূল দিবসের দাবীতে সমাবেশ
বোরহানউদ্দিনে গ্লোবাল ডে অব ক্লাইমেট অ্যাকশন উপলক্ষে আলোচনাসভা মানববন্ধন ও র‌্যালি
ভোলায় প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে ব্যাংকেহাটে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন
ভোলায় কমিউনিটি অপারেশন ম্যানুয়ালের উপর প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন
ভোলায় স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত



আর্কাইভ