ভোলার নি¤œাঞ্চল প্লাবিত ॥ ৩০ হাজার মানুষ পানিবন্দি

প্রচ্ছদ » জেলা » ভোলার নি¤œাঞ্চল প্লাবিত ॥ ৩০ হাজার মানুষ পানিবন্দি
মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১



ইমতিয়াজুর রহমান ॥
পূর্ণিমার প্রভাবে সৃষ্ট অস্বাভাবিক জোয়ারে বঙ্গোপসাগরের তীরবর্তী উপকূলিয় এলাকা দ্বীপজেলা ভোলার নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে। পাশাপাশি বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে মেঘনার পানি স্বাভাবিকের চেয়ে ২৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এতে তলিয়ে গেছে বাঁধের বাইরের নিচু এলাকা। পানি বন্দি হয়ে পড়েছেন কমপক্ষে ৩০ হাজার মানুষ। মঙ্গলবার (২৭ জুলাই) মেঘনার পানি ২৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় এসব এলাকা প্লাবিত হয়। এরআগে গত সোমবার যা ছিলো বিপদসীমার ৪০ সেন্টিমিটার।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং পূর্নিমার প্রভাবে এবং বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টর ফলে পানি বৃদ্ধি পেয়েছে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
তারা আরও জানান, গত কয়েকদিন থেকে মেঘনার পানি বিপৎসীমার উপরে প্রবাহিত হচ্ছে। এতে ৫ম দিনের মত তলিয়ে গেছে উপকূলের বিস্তীর্ন এলাকা। জোয়ারের পানিতে বাঁধের বাইরের অন্তত ২০ টি নিচু এলাকা ডুবে গেছে। পানি বন্দি হয়ে পড়েছেন কমপক্ষে ৩০ হাজার মানুষ। রাস্তাঘাট ও ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন মানুষ।

---

মেঘনার উপকূলবর্তী সদরের নাছির মাঝি, রাজাপুর, মনপুরার চরনিজাম, কলাতলীর চর, চর যতিন, চর জ্ঞান, চরফ্যাশনের কুকরি-মুকরি, ঢালচর, চর পাতিলা, মাঝের চর, চর শাহজালাল, কচুয়াখালীরচরসহ ২০ চর প্লাবিত হয়েছে।
ভোলার রাজাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মোঃ সিরাজ মিয়া বলেন, বর্ষায় এলেই আমাদের দূর্ভোগের শেষ থাকে না। বর্ষায় জোয়ারের পানি বৃদ্ধির ফলে কাঁচা রাস্তাঘাট ডুবে ভেঙ্গে চায়। বর্ষায় পানির কারনে আমরা ঘর থেকে বের হতে পারি না এক রকম ঘর বন্ধি থাকতে হয়।
একই গ্রামের শাহজালাল শেখ বলেন, বর্ষায় আমাদের গ্রামে গুরুতর কেউ অসুস্থ হয়ে পরলে তাকে হাসপাতালে নেওয়ার অবস্থাও থাকে না। ঘরের চুলা পর্যন্ত ডুবে যায় রান্না খাওয়া সব বন্ধ হয়ে যায়। সরকার একটা রিংবেড়ি দিলে আমাদের এই দূর্ভোগ থেকে রক্ষা পাওয়া যেতো।
ধনিয়া এলাকার বাসিন্দা এরশাদ ফরাজি বলেন, জোয়ারের পানিতে ২ শতাধিক ঘরবাড়ি তলিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন মানুষ। বাঁধের বাইরের এসব মানুষ গত এক সপ্তাহ ধরে কস্টে দিন কাটাচ্ছেন।
কুকরি-মুকরি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবুল হাসেম মহাজন বলেন, গত শুক্রবার থেকে প্রতিদিন পানিতে কুকরী-মুকরি ও চরপাতিলার বাঁধের বাইরের নিচু এলাকা প্লাবিত হচ্ছে। এতে পানিবন্দি হয়ে দুর্ভোগ পোহাচ্ছেন ৭ হাজার মানুষ।
ঢালচরের বাসিন্দা কামাল বলেন, রাতের জোয়ারে পানিতে ঢালচর বেশীরভাগ এলাকা প্লাবিত হয়েছে। এদিকে জোয়ারের পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাটসসহ বিভিন্ন স্থাপনা। ভেসে গেছে পুকুর ও মাছের ঘের।
ভোলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মোঃ হাসানুজ্জামান জানান, মেঘনার বিপদ সীমায় প্রবাহিত হওয়ায় নিচু এলাকা প্লাবিত হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় আশংকা করা যাচ্ছে। তবে এখন তেমন ক্ষয়-ক্ষতির সম্ভাবনা নেই বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২:৪৮:৩৫   ২৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলার গ্যাস উৎপাদন: কূপ খননে আরও চড়া দাম চায় গাজপ্রম
রাজাপুরে উপজেলার চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেনের উঠান সভা
ভোলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন
সুষ্ঠু নির্বাচনের দাবিতে চেয়ারম্যান প্রার্থী ইউনুছের সংবাদ সম্মেলন
ভোলায় উপজেলা পরিষদ নির্বাচনের আচরণবিধি নিয়ে আলোচনা সভা
আশরাফ হোসেন লাভু ছিলো আ’লীগের নিবেদিত প্রাণ: তোফায়েল আহমেদ
দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ॥ আহত-৩০
আমাকে মটর সাইকেল প্রতীকে আপনাদের মুল্যবান ভোটটি দিবেন: চেয়ারম্যান প্রার্থী মোঃ ইউনুছ
নদীতে মিলছে না কাংখিত ইলিশ, হতাশ জেলেরা
সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইউনুস-পলাশ এর মতবিনিময় সভা



আর্কাইভ