বৃহস্পতিবার, ২ মে ২০২৪

ভোলায় রেড ক্রিসেন্ট সোসাইটির অক্সিজেন সেবার উপর দিন ব্যাপী প্রশিক্ষন

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় রেড ক্রিসেন্ট সোসাইটির অক্সিজেন সেবার উপর দিন ব্যাপী প্রশিক্ষন
শনিবার, ১০ জুলাই ২০২১



---

আজকের ভোলা রিপোর্ট ॥
ভোলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ভোলা ইউনিটের অক্সিজেন সেবার চালুর জন্য দিন ব্যাপী স্বেচ্ছাসেবকদের নিয়ে  প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। শনিবার (১০ জুলাই) দুপুরে  ভোলা সিভিল সার্জেনের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষন কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভোলা সিভিল সার্জেন ডা. সিরাজুল ইসলাম।
ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী মো: আজিজুল ইসলামের সভাপত্বিতে এসময় আরো উপস্থিত ছিলেন ভোলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নিরুপম সরকার সোহাগ, ইউনিট লেভেল অফিসার তরিকুল ইসলাম,যুব প্রধান আদিল হোসেন তপু প্রমুখ। এসময় স্বেচ্ছাসেবকদের অক্সিজেন সিলিন্ডার ও কনসেনট্রেটর উপর  ব্যবহারবিধি সম্পর্কে ধারণা প্রদান করা হয়। করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রার্দুভাবের কারণে জেলায় বিপদাপন্ন মানুষের সহায়তায় ৫ টি অক্সিজেন সিলিন্ডার ও ২ টি কনসেনট্রেটর প্রদান করেন ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস এন্ড রেড ক্রিসেন্ট সোসাইটি।

বাংলাদেশ সময়: ২৩:১৮:৪১   ৩৪৮ বার পঠিত