ভোলায় জেলা আ’লীগ সভাপতির উদ্যোগে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন

প্রচ্ছদ » ভোলা সদর » ভোলায় জেলা আ’লীগ সভাপতির উদ্যোগে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন
শনিবার, ২৭ মার্চ ২০২১



আজকের ভোলা রিপোর্ট ॥
ভোলা জেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লার উদ্যোগে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উৎসব পালিত হয়। শহরের চিলি চাইনিজ রেস্টুরেন্টে বিকাল ৪টায় এ অনুষ্ঠান সম্পন্ন হয়। জেলা আওয়ামীলীগ সভাপতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক স¤পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে মোঃ তালহা আহমেদ, অধ্যাপক বাছেদ, শ্রী অসিম সাহা, শহিদুল ইসলাম তালুকদার, তোফায়েল আহমেদ ফরাজী, মোয়াজ্জেম হোসেন, কামাল উদ্দিন পালোয়ান, লাল মিয়া তালুকদার, যুবলীগ নেতা মাইনুর রহমান তুহিন, স্বেচ্ছাসেবকলীগ নেতা আক্তার হোসেন, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আজিজ মেহরাব, মেহেদি হাসান সাদ্দাম, যুগ্ম ইউসুফ শরীফ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন সামছুদ্দিন আহমেদ। অসুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রনি।

---

এসময় জেলা আওয়ামী লীগ সভাপতি বলেন, বঙ্গবন্ধু তার রাজনৈতিক প্রজ্ঞা এবং কারা নির্যাতন ভোগ করেও তার লক্ষ্য থেকে বিচ্যুত হননি। তার সারা জীবনের সাধনা ছিল বাংলার স্বাধীনতা। তার কুশলী নেতৃত্ব এবং গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে ৬ দফা দাবী উত্থাপন করে সাধিকার থেকে স্বাধীনতার চেতনায় উজ্জিবীত করেন।
তিনি আরো বলেন, তার নেতৃত্বে দেশ স্বাধীন হওয়ার পর মাত্র সাড়ে ৩ বছরের মাথায় দেশকে হিমালয় পর্বত সমান উচ্চতার ভিত রচনা করে গেছেন। ৭৫’র মর্মান্তিক দুর্ঘটনা না হলে এত দিনে বাংলাদেশ পৃথিবীর বুকে সমৃদ্ধশালী এবং উন্নত রাষ্ট্রে পরিণত হত। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজটি তার ভিত্তির উপর দাঁড়িয়ে তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা এক উন্নত ও সমৃদ্ধশালী দেশ হিসেবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে তার সফল নেতৃত্বে সর্বক্ষেত্রে, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সুচকে বাংলাদেশ এগিয়ে গেছে অনেক দূর। ইতিমধ্যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। এ সাফল্য অব্যাহত রাখতে পারলে ২০৩০ সালের মধ্যেই উন্নত দেশে পরিণত হবে।

বাংলাদেশ সময়: ২৩:০৩:১৮   ৩৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


ভোলার গ্যাস উৎপাদন: কূপ খননে আরও চড়া দাম চায় গাজপ্রম
রাজাপুরে উপজেলার চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেনের উঠান সভা
ভোলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন
বাপ্তায় জমি সংক্রান্ত বিরোধে এতিম সন্তানের উপর হামলা
ভোলায় ভয়াবহ অগ্নিকান্ডে ২ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই
সুষ্ঠু নির্বাচনের দাবিতে চেয়ারম্যান প্রার্থী ইউনুছের সংবাদ সম্মেলন
ভোলায় উপজেলা পরিষদ নির্বাচনের আচরণবিধি নিয়ে আলোচনা সভা
ভোলায় তৃষ্ণার্ত পথচারীদের মাঝে নিজাম হাসিনা ফাউন্ডেশনের খাবার পানি বিতরণ
ভোলায় ১ হাজার পিচ ইয়াবাসহ আটক ১
আশরাফ হোসেন লাভু ছিলো আ’লীগের নিবেদিত প্রাণ: তোফায়েল আহমেদ



আর্কাইভ