মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ভূমিকা” শীর্ষক ভোলা জেলা কর্মশালা অনলাইন জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত

প্রচ্ছদ » জেলা » মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ভূমিকা” শীর্ষক ভোলা জেলা কর্মশালা অনলাইন জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত
বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১



আজকের ভোলা রিপোর্ট ॥
“মানবিক মূল্যবোধ ও নৈতিকতা সম্পন্ন জাতি গঠনে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ভূমিকা” শীর্ষক ভোলা জেলা কর্মশালা অনলাইন জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ফেব্রুয়ারী) ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সচিব মো: নূরুল ইসলাম পিএইচ.ডি।

---

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকার ও প্রকল্প পরিচালক, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম অতিরিক্ত সচিব রঞ্জিত কুমার দাস। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উপসচিব বিষ্ণু কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মমিন টুলু, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট সম্মানিত ট্রাস্টি শ্রী সুরঞ্জিত দত্ত লিটু, শ্রী ভানু লাল দে, ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সুজিত হাওলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শঙ্কর কুমার বিশ্বাস।
সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের স্টিয়ারিং কমিটি ও বাস্তবায়ন কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, ভোলা জেলার ০৭টি উপজেলার ইউ.এন.ও মহোদয়গণ, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের জেলা ও উপজেলা কার্যালয়ের নেতৃবৃন্দ, হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ, বিশিষ্ট সমাজসেবক, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-এর বিভিন্ন জেলার কর্মকর্তাবৃন্দ ও মন্দিরভিত্তিক শিক্ষা কার্যক্রমের ভোলা জেলার শিক্ষক/শিক্ষিকাবৃন্দ।
অধিবেশনে সুপারিশমালা উপস্থাপন করেন উপ-প্রকল্প পরিচালক, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম উপসচিব সৌরেন্দ্র নাথ সাহা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-এর ভোলা জেলার সহকারী প্রকল্প পরিচালক বাপ্পী দেবনাথ মহোদয়।
কর্মশালার এ অধিবেশনে আলোচকগণ ভোলা জেলার চলমান শিক্ষা কার্যক্রমের ভূয়সী প্রসংশা করেন। সেই সাথে শিক্ষাকেন্দ্র বৃদ্ধিসহ কার্যক্রমের নানাবিধ সমস্যা সমাধান কল্পে প্রস্তাবনা/সুপারিমালা উপস্থাপন করেন। কর্মকর্তা/আলোচকগণ আশা প্রকাশ করেণ মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের আগামী দিনে এই প্রস্তাবনাগুলি বাস্তবায়নের মাধ্যমে উত্তরোত্তর সফলতা লাভ করে আরও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।

বাংলাদেশ সময়: ২৩:২০:০৯   ৪৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলা জেলা শ্রমিক লীগের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত
কাঁচের চুড়ি তৈরিতে ব্যস্ত বোরহানউদ্দিনের শ্রমিকরা
বিদ্যুৎ উদ্বৃত্ত, তবু লোডশেডিং
দুই মাসের নিষেধাজ্ঞার পর মাছ শিকারে প্রস্তুত জেলেরা
লালমোহনে তীব্র গরমে মুরগির খামারিদের বাড়ছে দুশ্চিন্তা
আপনাদের সেবা করার সুযোগ দিবেন: চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেন
অটো চেয়ারম্যান হওয়ার দিন শেষ জনগনের ভোট লাগবে: চেয়ারম্যান প্রার্থী মোঃ ইউনুছ
ভোলায় পৃথক দুর্ঘটনায় শিশুসহ ৩ জনের মৃত্যু
ভোলায় ডিবির অভিযানে অস্ত্রসহ ৩ দস্যু আটক, অপহৃতরা উদ্ধার
আজকের ভোলার স্টাফ রিপোর্টার বাবু কান্তিলাল গাঙ্গুলী আর নেই



আর্কাইভ