ভোলায় বিজ্ঞান মেলায় পুরস্কার পেল ৪৫ জন ক্ষুদে বিজ্ঞানী

প্রচ্ছদ » জেলা » ভোলায় বিজ্ঞান মেলায় পুরস্কার পেল ৪৫ জন ক্ষুদে বিজ্ঞানী
সোমবার, ১২ জুন ২০১৭



---
স্টাফ রিপোর্টার ॥
ভোলায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় আবিস্কার ও বিজ্ঞান প্রজেক্ট উপস্থাপনের জন্য রোববার পুরস্কার পেল ৪৫ জন ক্ষুদে বিজ্ঞানী। এদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন। এ সময় এদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেরা প্রশাসক ( সার্বিক) সুব্রত কুমার সিকদার, মেলা উদযাপন কমিটির সম্পাদক সাংবাদিক অমিতাভ অপু, বিচারক বিটিসিএল’র উপ বিভাগীয় প্রধান প্রকৌশলী মনিরুল আলম। এদিকে পুরস্কারপ্রাপ্ত ক্ষুদে বিজ্ঞানীরা হচ্ছে, জুনিয়র গ্রুপে টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র প্রিতম রায় (প্রথম), সরকারি বালখ উচ্চ বিদ্যালয়ের নাফিজ (দ্বিতীয়), চরফ্যাশন টিবি স্কুলের ছাত্র রেজাউল ইসলাম (দ্বিতীয়), সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উন্ম সায়মা (তৃতীয়), লালমোহন লর্ডহার্ডিঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের মোঃ জিসান, শহীদ জিয়া স্কুল এন্ড কলেজের ফাতেমা তজ জোহরা (তৃতীয়)। সিনিয়র কলেজ পর্যায়ে বোরহানউদ্দিন উপজেলার আব্দুর জব্বার কলেজের মোঃ ফাহিম (প্রথম), চরফ্যাশন সরকারি কলেজের সাকিব হাসান (দ্বিতীয়), লালমোহন ডাঃ আজাহার উদ্দিন কলেজের সৌরভ দাস (দ্বিতীয়), ফাতেমা খানম কলেজের অনিক দে (তৃতীয়), চরফ্যাশন ফাতেমা মতিন কলেজের মাঈশা মালিহা মিম (তৃতীয়)। বিশেষ গ্রুপে ভোলা ক্ষুদে বিজ্ঞানী সংসদের সৌরভ গাঙ্গুলী (প্রথম), স্বপ্ন চন্দ্র দে দ্বিতীয় ও আফরাহিম মানসা তাজিম (তৃতীয়) হয়েছে। এ ছাড়া বিজ্ঞান ভিত্তিক প্রশ্ন উত্তরে ও বক্তৃতায় পুরস্কারপ্রাপ্তরা হচ্ছে সিয়াম, রাহাতুল ইসলাম, মোঃ হিমেল, অরিন, ঐশি, শাহেদ, সৌরভ, ফাতেমা আক্তার মিম, হাসনাইন আদিল, মোঃ মোস্তাফিজুর রহমান, আশিকুল ইসলাম, মাশফিক রহমান।  জেলার ২১টি প্রতিষ্ঠানের দুই শতাধিক ক্ষুদে বিজ্ঞানী মেলায় অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৬:০৮:১৪   ৩৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলার গ্যাস উৎপাদন: কূপ খননে আরও চড়া দাম চায় গাজপ্রম
রাজাপুরে উপজেলার চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেনের উঠান সভা
ভোলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন
সুষ্ঠু নির্বাচনের দাবিতে চেয়ারম্যান প্রার্থী ইউনুছের সংবাদ সম্মেলন
ভোলায় উপজেলা পরিষদ নির্বাচনের আচরণবিধি নিয়ে আলোচনা সভা
আশরাফ হোসেন লাভু ছিলো আ’লীগের নিবেদিত প্রাণ: তোফায়েল আহমেদ
দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ॥ আহত-৩০
আমাকে মটর সাইকেল প্রতীকে আপনাদের মুল্যবান ভোটটি দিবেন: চেয়ারম্যান প্রার্থী মোঃ ইউনুছ
নদীতে মিলছে না কাংখিত ইলিশ, হতাশ জেলেরা
সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইউনুস-পলাশ এর মতবিনিময় সভা



আর্কাইভ