ভোলায় প্রতিবন্ধীদের অর্থ প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তাদেরকে সম্পদে পরিণত করার জন্য সরকার নিরলস প্রচেষ্টা চালাচ্ছে

প্রচ্ছদ » জেলা » ভোলায় প্রতিবন্ধীদের অর্থ প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তাদেরকে সম্পদে পরিণত করার জন্য সরকার নিরলস প্রচেষ্টা চালাচ্ছে
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০



আজকের ভোলা রিপোর্ট ॥
জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক বলেছেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তাদেরকে সম্পদে পরিণত করার জন্য সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) ভোলা চিল্ড্রেন স্পেশাল স্কুল (বিসিএসবি) আয়োজনে প্রতিবন্ধীদের মধ্যে করোনাকালীন আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

---

বিসিএসবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউনূছের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গেস্ট অব অনার ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন, বিসিএসবি ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দৈনিক আজকের ভোলা সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকত হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভোলার প্রবীণ সাংবাদিক বিটিভি প্রতিনিধি আলহাজ্ব এম এ তাহের। অনুষ্ঠান উপস্থাপনা করেন বিসিএসবি ট্রাস্টি ও মুসলিম হাই স্কুলের প্রধান শিক্ষক মুহম্মদ আবু তাহের।
প্রধান অতিথি জনাব মাসুদ আলম সিদ্দিক বলেন, সমাজে পুরুষ এবং নারী উভয়কে আল্লাহ সৃষ্টি করেছেন বিশেষ বিশেষ যোগ্যতা দিয়ে। তিনি এদের মধ্যে বৈষম্য সৃষ্টি না করে প্রত্যেকের ভেতরকার যোগ্যতাকে কাজে লাগানোর জন্য আহ্বান জানান। তিনি বলেন সরকার প্রতিবন্ধীদের উন্নয়নে ব্যাপক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী প্রতিবন্ধীরা যাতে বয়স্ক নাগরিকের মতো প্রতিমাসে ভাতা পায় সে ব্যবস্থা করেছেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল প্রতিবন্ধীদের উন্নয়নে বিশ্বব্যাপী কার্যক্রম পরিচালনা করছেন। তিনি এ সম্পর্কিত আন্তর্জাতিক কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। জেলা প্রশাসক সবাইকে সমাজের এই বিশেষ শিশুদের ব্যাপারে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান জানান। গেস্ট অফ অনার উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন জানান এখন থেকে ভোলা সদর উপজেলার সকল প্রতিবন্ধী ভাতা পাবেন। তিনি এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভোলার প্রতিবন্ধীদের জন্য আর্থিক সহযোগিতার উদ্যোগকে বিশেষভাবে অভিনন্দন জানান। সভাপতির বক্তব্যে আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ প্রধান অতিথিকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, লন্ডনের দিনা উইনারের নেতৃত্বাধীন বিসিইউকে এ প্রতিষ্ঠান সামগ্রিক অর্থায়ন করে থাকে। এ প্রতিষ্ঠানের শিশুরা তাদের যোগ্যতা ও শিক্ষার পরিপূর্ণ বিকাশের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে। তিনি করোনাকালীন ভোলার প্রতিবন্ধীদেরকে এ সহযোগিতা প্রদানের জন্য দিনা উইনারসহ দা তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি প্রতিষ্ঠানের পরিচালক জাকির হোসেনকে প্রতিষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ধন্যবাদ জানান।
প্রকাশ: বর্তমান চলমান কোভিদ- ১৯ এর প্রভাবে যে অর্থনৈতিক সমস্যা চলছে, তার প্রেক্ষিতে এ প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভোলার প্রায় সাড়ে চার শত প্রতিবন্ধীকে চার হাজার টাকা করে আর্থিক অনুদান কার্যক্রমের প্রথম দিনে গতকাল ১০০ প্রতিবন্ধীকে তাদের আর্থিক সহায়তা প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ০:৫৫:৫৭   ৪৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলা জেলা শ্রমিক লীগের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত
কাঁচের চুড়ি তৈরিতে ব্যস্ত বোরহানউদ্দিনের শ্রমিকরা
বিদ্যুৎ উদ্বৃত্ত, তবু লোডশেডিং
দুই মাসের নিষেধাজ্ঞার পর মাছ শিকারে প্রস্তুত জেলেরা
লালমোহনে তীব্র গরমে মুরগির খামারিদের বাড়ছে দুশ্চিন্তা
আপনাদের সেবা করার সুযোগ দিবেন: চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেন
অটো চেয়ারম্যান হওয়ার দিন শেষ জনগনের ভোট লাগবে: চেয়ারম্যান প্রার্থী মোঃ ইউনুছ
ভোলায় পৃথক দুর্ঘটনায় শিশুসহ ৩ জনের মৃত্যু
ভোলায় ডিবির অভিযানে অস্ত্রসহ ৩ দস্যু আটক, অপহৃতরা উদ্ধার
আজকের ভোলার স্টাফ রিপোর্টার বাবু কান্তিলাল গাঙ্গুলী আর নেই



আর্কাইভ