পর্যটন নগরী গড়ার লক্ষ্য নিয়ে পৌরসভার ৩০৪ কোটি টাকার বাজেট ঘোষনা

প্রচ্ছদ » অর্থনীতি » পর্যটন নগরী গড়ার লক্ষ্য নিয়ে পৌরসভার ৩০৪ কোটি টাকার বাজেট ঘোষনা
বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭



---
আদিল হোসেন তপু ॥

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি উপকূলীয় শহর ভোলা পৌরসভাকে পর্যটন নগরী হিসাবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে এবং আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে ভোলা পৌরসভায় ৩০৪ কোটি ৯০ লক্ষ, ৪১ হাজার ৯৭৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ৮টায় পৌরসভা হল রুমে পৌরসভার জননন্দিত মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান ২০১৭-২০১৮ অর্থ বছরের এই বাজেট ঘোষণা করেন। বাজেট অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন ভোলা পৌরসভার নির্বাহী প্রকৌশলী জসীম উদ্দিন আরজু।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল হালিম, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদরে কমান্ডার দোস্ত মাহামুদ, ভোলা জেলা আ’লীগের সাবেক সভাপতি অধ্যক্ষ মোফাজ্জেল হোসেন  শাহীন, পৌর সভার সাবেক কাউন্সিলার মুক্তিযোদ্ধা মো: আনোয়ার হোসেন, অধ্যক্ষ রুহুল আমিন জাহাঙ্গির, অধ্যক্ষ আফসার উদ্দিন বাবুল, পিপি এড্যাভোকেট সৈয়দ আশরাফ হোসেন লাভু, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটে কমান্ডার মো: শফিকুল ইসলামসহ পৌরসভার কাউন্সিলর, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন ওয়ার্ডের পৌরভার নাগরিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
বাজেটে রাজস্ব আয় ধার্য করা আছে ১৯ কোটি ৬১ লাখ ৫ হাজার টাকা। ব্যয় ধরা হয়েছে ১৯ কোটি ২৩ লাখ ৪৮ হাজার টাকা। উন্নয়ন খাতে আয় ২৮৪ কোটি ১৫ লাখ টাকা। ব্যয় ধরা হয়েছে ২৮৪ কোটি ১৬ লাখ টাকা। বাজেট অনুষ্ঠানে  ভোলা পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান নতুন  কোন করারোপ ছাড়াই এ বাজেট  ঘোষণা করেন। মনিরুজ্জামান নিজের মেয়াদে ৭ম বারের মত এ বাজেট ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২৩:২৭:০১   ৪৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


বোরহানউদ্দিনে ৪৮ জেলের মধ্যে বকনা বাছুর বিতরণ
মেঘনা-তেঁতুলিয়ায় বাগদার রেণু শিকারের মহোৎসব
ভোলায় লাজফার্মা মডেল ফার্মেসির উদ্বোধন
ভোলা মহাজনপট্টিতে স্বপ্ন আউটলেটের শাখা উদ্বোধন
লালমোহনে ১২৬ কোটি টাকার বোরো ধান উৎপাদনের সম্ভাবনা
ভোলার গ্যাস উৎপাদন: কূপ খননে আরও চড়া দাম চায় গাজপ্রম
ভোলায় ভয়াবহ অগ্নিকান্ডে ২ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই
নদীতে মিলছে না কাংখিত ইলিশ, হতাশ জেলেরা
কাঁচের চুড়ি তৈরিতে ব্যস্ত বোরহানউদ্দিনের শ্রমিকরা
দুই মাসের নিষেধাজ্ঞার পর মাছ শিকারে প্রস্তুত জেলেরা



আর্কাইভ