লালমোহন বুক জোড়া লাগানো যমজ কন্যা শিশুর জন্ম! বাহিরে লিভার-খাদ্যনালী

প্রচ্ছদ » নারী ও শিশু » লালমোহন বুক জোড়া লাগানো যমজ কন্যা শিশুর জন্ম! বাহিরে লিভার-খাদ্যনালী
শনিবার, ১১ জুন ২০২২



স্টাফ রিপোর্টার ॥
ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বুক জোড়া লাগনো যমজ কন্যা শিশুর জন্ম দিয়েছেন সাহিদা বেগম নামের এক প্রসূতি মা। শনিবার (১১ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স শাহনাজ পারভীন, খাদিজা আফরোজ ও ¯েœহ লতা হালদারের প্রচেষ্টায় এ দুই যমজ কন্যা শিশুর জন্ম হয়। যমজ ওই দুই কন্যা শিশু প্রসব করা সাহিদা উপজেলার চরভূতা ইউনিয়নের লেঙুটিয়া এলাকার মাহমুদ হাওলাদার বাড়ির শাহাবুদ্দিনের স্ত্রী। জন্মের পরপরই মারা যায় শিশু দুইজন। জন্মের পর দেখা যায়  জমজ শিশুদের লিভার ও খাদ্যনালী বাহিরে বের হয়ে রয়েছে।

---

প্রসূতি সাহিদা বেগমের স্বামী শাহাবুদ্দিন জানান, গত বছর মৃত কন্যা শিশু জন্ম দেয় তার স্ত্রী। এবারও এক সঙ্গে দুইজন মৃত শিশুর জন্ম হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স শাহনাজ পারভীন জানান, প্রসূতি সাহিদা বেগমকে হাসপাতালে আনার ১০ মিনিটের মধ্যে ওই নারী যমজ কন্যা শিশু প্রসব করেন। তবে দু’জনই মৃত ছিল। এছাড়াও এদের বুক জোড়া লাগা ও লিভার-খাদ্যনালীও বাহিরে ছিল। অন্যদিকে ভূমিষ্ট হওয়ার সাড়ে ৬ মাসের মাথায় ভূমিষ্ট হয় তারা।
লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. মহসিন খান জানান, কনজেনিটাল এ্যানমালিসের কারণে এমন শিশুর জন্ম হয়েছে বলে ধারনা করা যাচ্ছে। খবর শুনে আমি শিশু দু’জনকে দেখেছি। আমাদের কর্তব্যরত নার্সরা এ ব্যাপারে যথেষ্ট আন্তরিক ছিল।

বাংলাদেশ সময়: ১৮:৪৩:২৭   ৪০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

নারী ও শিশু’র আরও খবর


ইডেনের ছাত্রীর ৫ দিন ধরে অনশন, পালিয়েছে প্রেমিক
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ
ভোলায় যৌতুকের মামলা দেওয়ায় স্ত্রীকে তালাক দিলো স্বামী ॥ শিশু সন্তান নিয়ে দুশ্চিতায় হাফছা
চরফ্যাশনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
বিয়ের দাবিতে চরফ্যাশনে প্রেমিকের বাড়িতে ইডেন কলেজ ছাত্রীর অনশন
চরফ্যাশনে হাসপাতালে গৃহবধূর মৃত্যু সংবাদেই স্বামীসহ সবাই লাপাত্তা
নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু
ভোলায় নারী উদ্যোক্তাদের তিনদিনের ঈদমেলায় ক্রেতা-দর্শনার্থীদের ঢল
গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু, চিকিৎসার অবহেলায় অভিযোগ
ওয়েষ্টার্নপাড়ায় ব্যাংক কর্মকর্তা স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার ॥ স্বামী আটক



আর্কাইভ