সোমবার, ২২ এপ্রিল ২০২৪

দৌলতখানে আত্মরক্ষার কৌশল হিসেবে কিশোরীদের কারাতে প্রশিক্ষণ

প্রচ্ছদ » দৌলতখান » দৌলতখানে আত্মরক্ষার কৌশল হিসেবে কিশোরীদের কারাতে প্রশিক্ষণ
বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১



দৌলতখান প্রতিনিধি ॥
বর্তমান সরকার বাল্যবিয়ে বন্ধে প্রতিশ্রুতিবদ্ধ। সরকারের অঙ্গিকার ২০২১ সালের মধ্যে ১৫ বছর কম বয়সীদের বিয়ে বন্ধ হবে এবং ২০৪১ সালের মধ্যে ১৮ বছরের কম বয়সীদের বিয়ে সম্পুর্ণ বন্ধ হবে। সরকারের এই লক্ষ্য অর্জনে বাংলাদেশে বাল্যবিবাহ প্রতিরোধ (সিইএমবি) প্রকল্পটি কাজ করছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে বেসরকারী উন্নয়ন সংস্থা সুশীলন, কারিগরি সহায়তা করেন প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং আর্থিক সহায়তা করেন গ্লোবাল অ্যাফেসার্স কানাডা।

---

আর নয় বাল্যবিয়ে এগিয়ে যাবে স্বপ্ন নিয়ে এই স্লোগানকে সামনে রেখে বেসরকারী উন্নয়ন সংস্থা সুশীলন দৌলতখানে উপজেলার ৯ টি ইউনিয়ন থেকে ২৮ জন কিশোরীদের এজেন্সি উন্নয়নে ৩২ দিন ব্যাপি আতœ-রক্ষা নিশ্চিতকরনে কারাতে বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দৌলতখান উপজেলা পরিষদ হল রুমে প্রশিক্ষনটির শুভ উদ্বোধণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মনজুর আলম খান।
এসময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান আইনুন নাহার রেনু, মো: তৌফিক-উল-করিম চৌধুরি, এসআরএইচআর স্পেশালিস্ট এবং মো: শহিদুল ইসলাম, সাপোর্ট ইনটিগ্রেশন স্পেশালিস্ট, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, শিরিন আক্তার, সহকারী পরিচালক, সুশীলন, খুলনা এবং মো: রকিবুল বাহার, টিম ম্যানেজার, সুশীলন, ভোলা, উপজেলা কো-অর্ডিনেটর রেখা ইয়াসমিন।

বাংলাদেশ সময়: ২:০৮:৫০   ৪০৬ বার পঠিত