সোমবার, ২২ এপ্রিল ২০২৪

ভোলায় করোনার গণটিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু

প্রচ্ছদ » জেলা » ভোলায় করোনার গণটিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু
মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১



আজকের ভোলা রিপোর্ট ॥
সারাদেশের ন্যায় ভোলাও করোনা ভাইরাসের গণটিকার দ্বিতীয় ডোজ দেয়া হচ্ছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে জেলার  এ গণটিকা দেয়া শুরু হয়। কেন্দ্র গুলোতে টিকা নিতে আসা মানুষের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।

---

স্বাস্থ্যবিভাগ জানিয়েছে, জেলার সকল ইউনিয়ন ও পৌরসভার ৯৫টি কেন্দ্রে ৪৬ হাজার ২শ’ মানুষকে এ টিকা দেয়া হবে। প্রতিটি কেন্দ্রে ৩টি বুথ ও ৩ জন স্বাস্থ্যকর্মী দায়িত্ব পালন করছেন। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে স্বেচ্ছাসেবী। সকালে সদর উপজেলার ভেলুমিয়া ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে গণটিকা কার্যক্রম পরিদর্শণ করেন জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সিভিল সার্জন ডা, কেএম শফিকুজ্জামান নির্বাহী অফিসার মিজানুর রহমান সোহেল। এ সময় জেলা প্রশাসক জানিয়েছেন, সুষ্ঠুভাবে টিকা প্রদানের জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১:৫১:৩৩   ৪১৬ বার পঠিত