সোমবার, ২২ এপ্রিল ২০২৪

লালমোহনে অতিরিক্ত যাত্রী পরিবহনের দায়ে ৬ বাসে জরিমানা

প্রচ্ছদ » অপরাধ » লালমোহনে অতিরিক্ত যাত্রী পরিবহনের দায়ে ৬ বাসে জরিমানা
সোমবার, ২৮ জুন ২০২১



---

স্টাফ রিপোর্টার
ভোলা-চরফ্যাসন রুটে যাতায়াত করা বাসে অতিরিক্ত যাত্রী পরিবহনের দায়ে ৬ বাসের ড্রাইভারকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার বিকালে লালমোহনের লাঙ্গলখালী এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. জাহিদুল ইসলাম। বাসগুলো হলো, দ্বীপরাজ, বিজলী পরিবহন, আনার কলি, মাইসা, মৌসুমি ও সৌরভ এন্টারপ্রাইজ। এছাড়াও মাস্ক পরিধান না করায় ৪ জনকে ৭শত টাকা জরিমানা করেন তিনি।
সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম বলেন, সরকারিভাবে করোনাকালে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে গণপরিবহনে সীমিত আসনে যাত্রী পরিবহনের জন্য ভাড়া ৬০% বৃদ্ধি করে দেয়া হয়েছে। এরপরেও বিভিন্ন গণপরিবহনগুলোতে অতিরিক্ত যাত্রী নেয়া হচ্ছে। যার জন্য এ অভিযান পরিচালনা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:১১:০৪   ৭৪৭ বার পঠিত