বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

চরসামাইয়া ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষনা

প্রচ্ছদ » অর্থনীতি » চরসামাইয়া ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষনা
শনিবার, ১৯ জুন ২০২১



 

আজকের ভোলা রিপোর্ট ॥
ভোলার ০৯নং চরসামাইয়া ইউনিয়ন পরিষদে উন্মক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। জন অংশীদায়িত্বে টেকশই উন্নয়ন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ইউনিয়ন পরিষদের ভবনে ২০২১-২০২২ অর্ধ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে। ইউপি চেয়ারম্যান মো: মহিউদ্দিন মাতাব্বর এ বাজেট ঘোষনা করেন। এবারের বাজেটে বিষেষ করে করোনা ভাইরাস মোকাবেলা করার জন্য স্বাস্থ্য খাতে গভীর নলকূপ, টয়লেট, প্রান্তিক জনগোষ্ঠী, মহিলা, প্রতিবন্ধী, ন্যাপকিন এবং হাইজিন ও দূর্যোগে হত দরিদ্রের জন্য ত্রান বরাদ্ধ বেশি এবং বাজেটে এ খাত গুলো পৃথক ভাবে করা হয়েছে। বাজেটে আয় ধরা হয়েছে ২০২১-২০২২ অর্থ বছরের জন্য বাজেটে আয় ধরা হয়েছে ২ কোটি ৩ লক্ষ ৬৫ পয়শট্টি হাজার ৫০০ পাচশত টাকা এবং ব্যায় ধরা হয়েছে ২ কোটি ৩ লক্ষ ১৭ সতেরো হাজার ৬০০ ছয়শত টাকা এবং উদ্ধৃত ৪৭ সাতচল্লিশ হাজার ৯০০ নয়শত টাকা এ বাজেটে সার্বিক বিষয় গুলো তুলে ধরেন ইউপি সচিব মো: নোমান। তিনি জানান বাজেটে যা ধরা হয়েছে তা বাহিরেও নিজস্ব অর্থায়নে অতিরিক্ত ব্যায় হলে পরিষদ থেকে দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানান এবং সকল জনগনকে করোনা কালীন সময়ে মাক্স ব্যবহার করার জন্য অনুরোধ জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২৩:৪২:২৮   ৪০৫ বার পঠিত