সোমবার, ২২ এপ্রিল ২০২৪

মনপুরায় স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন

প্রচ্ছদ » মনপুরা » মনপুরায় স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন
শনিবার, ২৭ মার্চ ২০২১



মনপুরা প্রতিনিধি ॥
ভোলার মনপুরায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বীর শহীদদের স্মরণ ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উৎযাপন করা হয়। এই উপলক্ষে শুক্রবার ভোরে ২১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন শেষে শহীদ মিনারে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে উপজেলা প্রশাসন ও উপজেলা আ’লীগ পুষ্পস্তবক অর্পন করে।
এছাড়াও উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা, মুক্তিযুদ্ধের গল্প ও উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। পরে গত কয়েকদিন ধরে শিশু কিশোরদের মধ্যে চিত্রাংকন, রচনা প্রতিযোগিতাদের মধ্যে পুরুস্কার বিতরন করা হয়।

---

এই সমস্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞার সভাপতি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আ’লীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাকির হোসেন মিয়া।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ ভূঁইয়া, সাবেক ডেপুটি কমান্ডার আবুল কাশেম মাতাব্বর, মনপুরা থানার ওসি তদন্ত আবদুল্লাহ আল মামুন, প্রেসক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেন সহ সরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা ও আ’লীগের সহযোগী সংগঠনের নের্তৃবৃন্ধ।

বাংলাদেশ সময়: ২২:৫৯:০১   ৩৬৫ বার পঠিত