ভোলা জেলা শিল্পকলা একাডেমীর নির্বাচন ব্যস্ত সময় পাড় করছেন প্রার্থীরা

প্রচ্ছদ » জেলা » ভোলা জেলা শিল্পকলা একাডেমীর নির্বাচন ব্যস্ত সময় পাড় করছেন প্রার্থীরা
শনিবার, ১০ আগস্ট ২০১৯



বিশেষ প্রতিনিধি ॥

শীঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে ভোলা জেলা শিল্পকলা একাডেমীর নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নিতে যাচ্ছে জেলা প্রশাসন। ইতোমধ্যেই সদস্য সংগ্রহ অভিযান শেষ হয়েছে। জেলা কালচারাল অফিসার তানভিরুল হক জানিয়েছেন, ২০১২ সালে নির্বাচিত কমিটির মেয়াদ ২০১৫ সালে শেষ হয়। তারপর থেকে এড হক কমিটির মাধ্যমে শিল্পকলার কার্যক্রম পরিচালিত হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকীর নির্দেশে এড হক কমিটি নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে যাচ্ছে। ঈদের পর কোন এক সুবিধাজনক সময়ে নির্বাচন আয়োজন করা হবে। এর আগে নির্বাচন পরিচালনা উপ-কমিটি গঠন করা হবে। জেলা প্রশাসক পদাধিকার বলে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি এবং জেলা নির্বাচন অফিসার সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সংগ্রহ অভিযানের শেষ দিন ৩১ জুলাই পর্যন্ত পুরাতন ৪৮ জন সদস্যের মধ্য থেকে ২৬জন নবায়ন করেন। নতুন সদস্য হন ১শত ১২জন। মোট ১ শত ৩৮জন সাধারণ সদস্য ২ জন সহ-সভাপতি, ১ জন সাধারণ সম্পাদক, ২জন সহ সাধারণ সম্পাদক এবং ৫ জন নির্বাহী সদস্য সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন। জেলা প্রশাসক পদাধিকার বলে শিল্পকলা একাডেমীর সভাপতি এবং জেলা প্রশাসক মনোনিত একজন নারী সহ ৩জন সদস্য কমিটির অন্তর্ভূক্ত হবেন। জেলা কালচারাল অফিসার পদাধিকার বলে কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করবেন।

নতুন গঠনতন্ত্র অনুযায়ী যাদের বয়স ৩৫ এর নীচে এবং যাদের সদস্য পদ লাভের মেয়াদ ২ বছরের কম তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না। সেক্ষেত্রে পুরানো সদস্যদের মধ্য থেকেই নির্বাচনী প্যানেল গঠন করতে হবে। এতে অনেকে প্রার্থী হতে না পারায় গঠনতন্ত্র পরিবর্তনের দাবী জানিয়েছেন। যদিও নির্বাচনের তারিখ ঘোষণা হয়নি তবুও প্রার্থীরা দৌঁড়ঝাপ শুরু করেছেন। যারা নির্বাচনে অংশ নিতে পারছেন না তারা জেলা প্রশাসকের কাছে ধর্ণা ধরছেন গঠনতন্ত্র শিথিল করার জন্য। অন্যদিকে যারা প্রার্থীতার ক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে আছেন তারা গঠনতন্ত্র শিথিলের সুযোগ নেই বলে মন্তব্য করছেন। সাধারণ সদস্যরা চাচ্ছেন একটা জমজমাটপূর্ণ ভোট হোক। কারণ বেশীর ভাগ সময়ই শিল্পকলা একাডেমীতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সরাসরি ভোট হয়নি। একমাত্র ১৯৯৪ সালে নির্বাচন হয়, তখন আফসার উদ্দিন বাবুল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া ২০১২ সালের নির্বাচনে আফসার উদ্দিন বাবুলকে হারিয়ে এডভোকেট নজরুল হক অনু সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

নির্বাচিত হয়ে তিনি ভোলার সাংষ্কৃতিক কর্মকা-ে গতিময়তা ফিরিয়ে আনেন। প্রায় সব ক’টি পর্বে শিল্পকলা একাডেমী নানা কর্মসূচী গ্রহণ করে। সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদান রাখায় ভোলার ১৫ জন নবীন এবং প্রবীণ শিল্পীকে জেলা শিল্পকলা একাডেমী পদক প্রদানসহ ব্যাপক কর্মসূচী বাস্তবায়ন করে সফল হন। এবারের নির্বাচনেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া আবৃত্তি শিল্পী খাদিজা আক্তার স্বপ্না ও রফিকুল আমিন টুটুল প্রার্থী হিসাবে ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছেন। তবে শেষ পর্যন্ত নতুন কোন প্রার্থী চমক সৃষ্টি করতে পারেন। বিষয়টি নিয়ে এখন ভোলার সাংস্কৃতিক অঙ্গন বেশ সরগরম হয়ে উঠেছে।

বাংলাদেশ সময়: ২২:৫৯:৫২   ৪৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


সুষ্ঠু নির্বাচনের দাবিতে চেয়ারম্যান প্রার্থী ইউনুছের সংবাদ সম্মেলন
ভোলায় উপজেলা পরিষদ নির্বাচনের আচরণবিধি নিয়ে আলোচনা সভা
আশরাফ হোসেন লাভু ছিলো আ’লীগের নিবেদিত প্রাণ: তোফায়েল আহমেদ
দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ॥ আহত-৩০
আমাকে মটর সাইকেল প্রতীকে আপনাদের মুল্যবান ভোটটি দিবেন: চেয়ারম্যান প্রার্থী মোঃ ইউনুছ
নদীতে মিলছে না কাংখিত ইলিশ, হতাশ জেলেরা
সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইউনুস-পলাশ এর মতবিনিময় সভা
ভোলায় তীব্র তাপদাহের পর একপশলা প্রশান্তির বৃষ্টি
ভোলা জেলা শ্রমিক লীগের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত
কাঁচের চুড়ি তৈরিতে ব্যস্ত বোরহানউদ্দিনের শ্রমিকরা



আর্কাইভ