শনিবার, ১১ মে ২০২৪

তজুমদ্দিনে তিরোধান উৎসবে ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রচ্ছদ » তজুমদ্দিন » তজুমদ্দিনে তিরোধান উৎসবে ফ্রি মেডিকেল ক্যাম্প
শনিবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৯



---
তজুমদ্দিন প্রতিনিধি ॥
ভোলার তজুমদ্দিনের আড়ালিয়া গ্রামে শ্রী শ্রী অচ্যুতানন্দ ব্রক্ষ্মচারী (অনিল বাবাজি) ২০তম তিরোধান উৎসবে ফ্রি মেডিকেল ও চিকিৎসা ক্যাম্প বসানো হয়েছে। কুঞ্জেরহাট হিন্দু যুব সংঘের উদ্যোগে এ সেবা পরিচালিত হচ্ছে। এ ক্যাম্পের মাধ্যমে দুর দুরান্ত থেকে আসা পুন্যার্থীদের ফ্রি ওষুধ ও চিকিৎসা সেবা পাচ্ছেন। এতে ভক্তরা সহজেই চিকিৎসা পাচ্ছেন এবং উপকৃত হচ্ছেন।
হিন্দু যুব সংঘের ঝন্টু বিশ্বাস, রাজীব দে, পিযুস রায়, রাজীব রায়সহ একাধিক যুবক সেচ্ছায় সেবা কার্যাক্রম চালিয়ে আসছেন। বিগত ৪ বছর ধরে সম্পূর্ণ ব্যাক্তিগত তহবিল থেকে বিনামূল্যে ওষুধ বিতরণ করছেন।
এদিকে তিরোধান উৎসবের শেষ দিন শনিবার সকাল থেকেই পুন্যার্থীদের ঢল নেমেছে। বিকালে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরন করা হয়। রবিবার ভোররাতে ৪০ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠানের সমাপ্তি ঘটবে।
গত মঙ্গলবার ধর্মীয় ভাবগাম্বির্যের মধ্যদিয়ে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে ৫ দিন ব্যাপী অনিল বাবাজীর তিরোধান শুরু হয়। প্রতিদিন হাজার হাজার পুন্যার্থী মন্দিরে চলে আসেন। এখানে মহানাম যজ্ঞ চলছে। এছাড়াও তিন শতাধিক প্রতিমা দিয়ে স্বর্গের আদলে বৃন্দাবন স্থাপন করা হয়। একই সাথে কুন্ডলি স্থাপন করা হয়েছে। প্রতি বছরের মত এ বছরের দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা কিত্তন শুনতে এবং মন্দির চলে আসেন।

বাংলাদেশ সময়: ২৩:৫৬:৪৬   ৩১৫ বার পঠিত