শনিবার, ১১ মে ২০২৪

তজুমদ্দিনে প্রশাসনের অভিযানে অবৈধ কারেন্ট জাল আটক

প্রচ্ছদ » অপরাধ » তজুমদ্দিনে প্রশাসনের অভিযানে অবৈধ কারেন্ট জাল আটক
বুধবার, ২০ ফেব্রুয়ারী ২০১৯



---
তজুমদ্দিন প্রতিনিধি ॥
ভোলার তজুমদ্দিনের প্রশাসন অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল আটক করে। পরে তা আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহি কর্মকর্তা প্রশান্ত কুমার দাসের নেতৃত্বে মৎস্য অফিস ও কোষ্টগার্ড বিচ্ছিন্ন দ্বীপ চরজহির উদ্দিনের নিশ্চিন্তপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ৫ হাজার মিটার মাছের বংশ বিনাসকারী অবৈধ কারেন্ট জাল আটক করেন। পরে আটককৃত জাল নিশ্চিন্তপুর এলাকায় আগুনে পুড়ে নষ্ট করা হয়। উপজেলা নির্বাহি কর্মকর্তা প্রশান্ত কুমার দাস বলেন, মৎস্য অফিস ও কোষ্টগার্ড নিয়ে আমার নেতৃত্বে অভিযান পরিচালনা করে ৫ হাজার মিটার কারেন্ট আটক করে পুড়ে নষ্ট করা হয়। অচিরেই মেঘনাকে সকল ধরনের অবৈধ জাল মুক্ত করা হবে।

বাংলাদেশ সময়: ০:০১:৫৩   ৫২৬ বার পঠিত