ভোলায় ঈদ শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ

প্রচ্ছদ » জেলা » ভোলায় ঈদ শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ
শনিবার, ১ জুলাই ২০১৭



---
ধারন ক্ষমতার অধিক যাত্রী নিয়ে পারাপার ॥ দুর্ঘটনার আশংকা
আদিল হোসেন তপু ॥
ঈদের  ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন ভোলার হাজারো  মানুষ। তবে রাজধানীতে ফিরতে গিয়ে দ্বীপ জেলাটির বাসিন্দাদের দুর্ভোগে পড়তে হচ্ছে প্রতিনয়ত। কর্ম দিবস শুরুর  আগে শেষ ছুটির দিনে যাত্রী নিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে থাকে। ভোলার ২৫টি নৌ রুটে ঈদে কর্মমুখী মানুষের এখন উপচে পড়া ভীড়। জেলার ৭ টি উপজেলা থেকে ঢাকাগামী প্রায় ৪০ টি লঞ্চে ধারন ক্ষমতার অধিক যাত্রীনিয়ে ঝূকিঁপূর্ন পারাপার হচ্ছেন যাত্রীরা। এতে একদিকে যেমন দুর্ঘটনা আশংকা করা হচ্ছে অন্যদিকে চরম ঝঁকির মধ্যে পড়েছে যাত্রীদের জীবন। এর পাশাপাশি বেশি যাত্রীর আশায় যাত্রীদের নিয়ে লঞ্চ গুলো ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে থাকে লঞ্চ ঘাটে। তবে যাত্রীদের নিরাপত্তায় সবধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন ভোলা নৌ- বন্দরের ট্রাফিক অফিসারও উপজেলা প্রশাসন।
ঈদের ছুটির পর রোববার থেকে পুরোদমে অফিস শুরু। তাই তো পরিবারের সাথে  ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফেরতে শুরু করেছে ভোলা হাজারো মানুষ। যে যে ভাবে পাড়ছে ছুটছে যাদুর শহর  ঢাকার থিকে।
ভোলার সাথে রাজধানী ঢাকা ও বরিশালসহ দেশের মূল ভূ-খন্ডের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম  নৌপথ। তাই শুক্রবার সকাল থেকে কর্মজীবী মানুষে ঢল নামে ভোলার নৌ-রুটে। এদিন দুপুরের আগেই লঞ্চগুলো যাত্রীতে পূর্ণ হয়ে গেলেও গন্তব্য  উদ্দেশ্যে ছাড়তে শুরু করে সন্ধ্যার পর।
দীর্ঘ সময় অপেক্ষার কারণে বাড়তে থাকে যাত্রী দুর্ভোগ। এ সময় অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ করেন সাধারণ যাত্রীরা। শুধু তাই নয় যাত্রীদের কাছ থেকে নেয়া হচ্ছে ভাড়তি ভাড়া।
এর ফলে প্রানের শহর  রাজধানীতে ফিরতে গিয়ে দ্বীপ জেলাটির বাসিন্দাদের দুর্ভোগে পড়তে হয়েছে প্রতিনিয়ত।
যাত্রীদের নিরাপত্তায় সবধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন ভোলা নৌ-বন্দর ট্রাফিক অফিসার নাসিম আহমেদ।
এদিকে নৌ-ঘাটে যাত্রী হয়রানি বন্ধে ভ্রাম্যমাণ আদালতসহ মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
ভোলা থেকে ঈদ উপলক্ষে প্রতিদিন অন্তত ৪০টি লঞ্চ রাজধানী ঢাকা ও বরিশালের বিভিন্ন স্থানে চলাচল করে। আর এতে যাতায়াত করেন অন্তত লক্ষাধিক মানুষ।

বাংলাদেশ সময়: ০:১৪:৪৩   ২১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


এমন নির্বাচন হবে যা ভোলাবাসী কখনো ভুলবে না: ভোলায় ইসি হাবিব
ভোলায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
ভোলায় মেঘনা নদী থেকে পাঙ্গাস মাছের অবৈধ পোনা শিকারের ৫টি চাই ধ্বংস
২১ তারিখ মটরসাইকেল ও উড়োজাহাজে ভোট দিবেন: চেয়ারম্যান প্রার্থী ইউনুছ
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক
ভোলায় ইমাম মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় সভায় দোয়া চেয়েছেন চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেন
ভোলায় সাংবাদিকদের নিয়ে এলজিইডির জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
লালমোহন উপজেলা পরিষদ নির্বাচন: প্রচারনাকালে প্রার্থীর ওপর হামলা, মোটরসাইকেল ভাঙচুর, আহত-৪
মানুষের শান্তি নষ্ট করে সন্ত্রাসী ও জলদস্যু দিয়ে ভোট নেয়া যাবেনা: চেয়ারম্যান প্রার্থী ইউনুছ
ভোলায় আইডিইবি’র দাবি বাস্তবায়নে সংবাদ সম্মেলন



আর্কাইভ