“উপকূলের মানুষ ত্রান চায়না, টেকসই বেড়িবাঁধ চায়” ভোলায় স্থায়ী ও ঝুঁকিপূর্ণ বাঁধ নির্মানের দাবিতে মানববন্ধন

প্রচ্ছদ » জেলা » “উপকূলের মানুষ ত্রান চায়না, টেকসই বেড়িবাঁধ চায়” ভোলায় স্থায়ী ও ঝুঁকিপূর্ণ বাঁধ নির্মানের দাবিতে মানববন্ধন
মঙ্গলবার, ২০ জুন ২০১৭



---
স্টাফ রিপোর্টার ॥
“উপকূলের মানুষ ত্রান চায়না, টেকসই বেড়িবাঁধ চায়” এ স্লোগান নিয়ে ভোলায় স্থায়ী বাঁধ নির্মানের দাবিতে সোমবার সকালে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী ভোলা প্রেসকাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। উপকূলীয় এনজিও জোটের পক্ষ থেকে কোস্ট ট্রাস্ট এ কর্মসূচির আয়োজন করে। এনজিও কোস্ট ট্রাস্ট, দ্বীপ উন্নয়ন সোসাইটি, পরিবার উন্নয়ন সংস্থা, গ্রামীণ জন উন্নয়ন সংস্থা, পল্লী সেবা সংস্থা ও হিউম্যান রাইট্স ডিফেন্ডারস ফোরামের কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধন শেষে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কোস্ট ট্রাস্টের প্রকল্প সমন্বয়কারি রাশিদা বেগম, মিজানুর রহমান, মহিলা সমিতির সভানেত্রী হোসনে আরা বেগম চিনু, আঙ্গীনা মহিলা সমিতির নির্বাহি পরিচালক বিলকিছ জাহান মুনমুন, হিউম্যান রাইট্স ডিফেন্ডারস ফোরামের সম্পাদক মোঃ হোসেন, ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সভাপতি নুরুল ইসলাম, মোঃ এরশাদ প্রমূখ।
পরে ভোলা প্রেসকাবে এক সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সম্প্র্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্মচাপের প্রভাবে ১০ জুন থেকে তিন দিনের টানা বর্ষণে উপকূলীয় এ জেলায় প্রায় অর্ধ লাখ মানুষ পানিবন্দি ছিল। তজুমদ্দিন ও মনপুরায় বেড়িবাঁধ ভেঙে এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে উপকূলের জমি ও মানুষের সুরক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মান জরুরী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কোস্ট ট্রাস্টের প্রকল্প সমন্বয়কারি রাশিদা বেগম।

বাংলাদেশ সময়: ১৯:২০:০৮   ৩৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলায় ভোটারদের নানান প্রতিশ্রুতি দিয়ে প্রচার- প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা
ভোলার উন্নয়ন ও অগ্রগতির বিবেচনায় নিয়ে মটরসাইকেল ও উড়োজাহাজে ভোট দিবেন
এমন নির্বাচন হবে যা ভোলাবাসী কখনো ভুলবে না: ভোলায় ইসি হাবিব
ভোলায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
ভোলায় মেঘনা নদী থেকে পাঙ্গাস মাছের অবৈধ পোনা শিকারের ৫টি চাই ধ্বংস
২১ তারিখ মটরসাইকেল ও উড়োজাহাজে ভোট দিবেন: চেয়ারম্যান প্রার্থী ইউনুছ
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক
ভোলায় ইমাম মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় সভায় দোয়া চেয়েছেন চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেন
ভোলায় সাংবাদিকদের নিয়ে এলজিইডির জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
লালমোহন উপজেলা পরিষদ নির্বাচন: প্রচারনাকালে প্রার্থীর ওপর হামলা, মোটরসাইকেল ভাঙচুর, আহত-৪



আর্কাইভ