লালমোহনে শীতার্তদের মাঝে কম্বল বিতরন করলেন এমপি শাওন

প্রচ্ছদ » প্রধান সংবাদ » লালমোহনে শীতার্তদের মাঝে কম্বল বিতরন করলেন এমপি শাওন
শনিবার, ২৭ জানুয়ারী ২০১৮



---
লালমোহন প্রতিনিধি ॥
ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামের অসহায় মানুষের শীত নিবারণের জন্য তাঁর ত্রাণ ভান্ডার থেকে কম্বল দিয়েছেন। প্রধানমন্ত্রী নিজের কথা ভাবেন না। তিনি সাধারণ মানুষের কথাও ভাবেন। প্রধানমন্ত্রীর নির্দেশেই আজ সেই কম্বল আপনাদের মাঝে বিতরণ করছি। শুক্রবার সকালে লালমোহন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গরীব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন এসব কথা বলেন।
তিনি বলেন, ভোলার লালমোহন ও তজুমদ্দিন ছিল এক সময় উন্নয়ন বঞ্চিত জনপদ। ২০১০ সালের উপ-নির্বাচনে প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়ে এখানে আপনাদের মাঝে পাঠান। আপনাদের সহযোগিতায় আমি নির্বাচিত হয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে সাহায্য এনে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছি।
সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদেরকে সাহায্য সহযোগিতা করছে, এলাকায় উন্নয়ন করছে। সারাদেশে উন্নয়নের জোয়ার বইছে। আর জোট সরকারের আমলে এখানে লুট-পাট হয়েছে। জোট সরকারের মন্ত্রী মেজর হাফিজ অতিথি পাখির মতো আগামীতে এখানে ভোট চাইতে আসবে। আপনারা ব্যালটের মাধ্যমে মেজর হাফিজকে জবাব দিবেন।
এ সময় লালমোহন পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান ফখরুল আলম হাওলাদার সহ পৌরসভার সকল কউন্সিলর ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। দুপুর ১২ টায় বদরপুর ইউনিয়ন (দক্ষিণ) শাখা যুবলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। দুপুরে লালমোহন সদরে মোল্লা জামে মসজিদে মসল্লীদের সাথে জুম্মার নামাজ আদায় করে গজারিয়া দফাদার বাড়ীর মরহুম আবুল খায়ের মাস্টারের কবর জিয়ারত ও কূলখানীতে যোগদান করেন সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। এ সময় তাঁর সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান ফখরুল আলম হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম অরুন, পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বাদল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোশারেফ হোসেন সোহেল, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মেজবাহ উদ্দিন আরজু, লালমোহন প্রেসকাবের সভাপতি মোঃ আব্দুস সাত্তার, নূরুন্নবী চৌধুরী শাওন এতিম খানার সভাপতি ও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবীর, সাংবাদিক ফোরামের সভাপতি এনামূল হক রিংকু, ছাত্রলীগের সভাপতি জাকির বিশ্বাস, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তানজিম হাওলাদার।

বাংলাদেশ সময়: ১৭:২৮:০৬   ৬৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ভোলায় ভোটারদের নানান প্রতিশ্রুতি দিয়ে প্রচার- প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা
ভোলার উন্নয়ন ও অগ্রগতির বিবেচনায় নিয়ে মটরসাইকেল ও উড়োজাহাজে ভোট দিবেন
এমন নির্বাচন হবে যা ভোলাবাসী কখনো ভুলবে না: ভোলায় ইসি হাবিব
ভোলায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
ভোলায় মেঘনা নদী থেকে পাঙ্গাস মাছের অবৈধ পোনা শিকারের ৫টি চাই ধ্বংস
২১ তারিখ মটরসাইকেল ও উড়োজাহাজে ভোট দিবেন: চেয়ারম্যান প্রার্থী ইউনুছ
ভোলায় ইমাম মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় সভায় দোয়া চেয়েছেন চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেন
ভোলায় সাংবাদিকদের নিয়ে এলজিইডির জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
লালমোহন উপজেলা পরিষদ নির্বাচন: প্রচারনাকালে প্রার্থীর ওপর হামলা, মোটরসাইকেল ভাঙচুর, আহত-৪
মানুষের শান্তি নষ্ট করে সন্ত্রাসী ও জলদস্যু দিয়ে ভোট নেয়া যাবেনা: চেয়ারম্যান প্রার্থী ইউনুছ



আর্কাইভ