ভোলা বাস মালিকের নেতৃত্বে ট্রাক মালিকের ওপর হামলার অভিযোগ ॥ সড়ক অবরোধ

প্রচ্ছদ » জেলা » ভোলা বাস মালিকের নেতৃত্বে ট্রাক মালিকের ওপর হামলার অভিযোগ ॥ সড়ক অবরোধ
রবিবার, ১৮ জুন ২০১৭



---
স্টাফ রিপোর্টার ॥
ভোলা জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির নেতা নিঝুম পরিবহন নামক বাসের মালিক হুমায়ূন কবির সেলিমের নেতৃত্বে পালোয়ান এন্টারপ্রাইজ পরিবহন নামক ট্রাকের মালিক ও চালক আবু তাহের পালোয়ানের ওপর হামলা করে জখম করার অভিযোগ করেছেন আবু তাহের ও তার স্বজনরা। শনিবার দুপুরে বোরহানউদ্দিন পৌর শহরের উত্তর বাসস্ট্যান্ডের কাছে বাস মালিক হুমায়ূন কবির সেলিমের উপস্থিতিতে বাস-ট্রাকের সাইড দেওয়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বাস ড্রাইভার, হেলপারসহ কিছু বাসযাত্রী ট্রাক মালিক ও চালক আবু তাহের পালোয়ানের ওপর চড়াও হয়। ওই সময় তারা কিল, ঘুষি ছাড়াও ভারি বস্তু দিয়ে তাহেরকে আঘাত করে। এতে তাহেরের মুখমন্ডলের এক স্থান কেটে যায় ও কয়েকটি স্থান জখম হয়। এরপর উত্তেজিত জনতা প্রায় দুই ঘন্টা ভোলা-চরফ্যাশন সড়ক অবরোধ করে রাখে। অবরোধে রাস্তার দুই পাশে শত শত পরিবহন আটকা পড়ে। পরে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে। আবু তাহেরকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলার ঘটনায় আবু তাহের পালোয়ান বাদি হয়ে বাস মালিক হুমায়ূন কবির সেলিমকে প্রধান আসামী করে অভিযোগ দায়ের করেছেন। হুমায়ূন কবির সেলিম ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।
প্রত্যক্ষদর্শী ফখরুল আলম, মো. কালাম ও মো. আলম জানান, দুপুর ১টার দিকে উভয় পরিবহন ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে বিপরীত দিকে যাচ্ছিল। ওই স্থানে সাইড দেওয়া নিয়ে দুই গাড়ির চালকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাস ট্রাককে অতিক্রম করতে গিয়ে থামায়। বাস থেকে ড্রাইভার, হেলপারসহ কয়েকজন যাত্রী নেমে ট্রাকে উঠে ড্রাইভারের ওপর চড়াও হয়। এ সময় তাকে কিল ঘুষি মারতে থাকে। রাস্তার পাশে পড়ে থাকা রড দিয়ে আঘাত করতে গেলে তা লক্ষ্যভ্রষ্ট হয়। এদের মধ্যে একজন টিউব লাইট দিয়ে আঘাত করলে আবু তাহেরের মুখমন্ডল কেঁটে যায়।
হাসপাতাল বেডে চিকিৎসাধিন আবু তাহের অভিযোগ করেন, সেলিমের নেতৃত্বে তার ওপর হামলা হয়েছে। ওই সময় হামলাকারীরা তার কাছে থাকা প্রায় এক লাখ টাকা নিয়ে যায়।
এ সময় উত্তেজিত জনতা ১টা থেকে ৩টা পর্যন্ত প্রায় দুই ঘন্টা ভোলা-চরফ্যাশন সড়ক অবরোধ করে রাখে। অবরোধে রাস্তার দুই পাশে শত শত পরিবহন আটকা পড়ে।
এ ব্যাপারে হুমায়ূন কবির সেলিম জানান, শতাধিক যাত্রীসহ তার মালিকানাধীন নিঝুম পরিবহন নামক বাসে চড়ে বোরহানউদ্দিনের দিকে আসছিলেন। ওই স্থানে ট্রাক চালক সাইড দিতে গিয়ে হঠাৎ রাস্তা বরাবর চলে আসে। এতে বাস নিয়ন্ত্রনে নিতে হার্ড ব্রেক কষার ফলে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা খায়। গাড়ির মধ্যেই এক শিশুসহ তিন জন আহত হয়। তারা লালমোহন হাসপাতালে চিকিৎসাধীন। এরপর গাড়ির জানালা বরাবর দুই চালকের কথা কাটাকাটি থামাতে গিয়ে তিনি ট্রাক চালকের লাঠির আঘাতে আহত হন। এতে বাসের যাত্রীসহ ড্রাইভার হেলপার ক্ষিপ্ত হয়ে ট্রাক ড্রাইভারের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন। বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেকসের আবাসিক মেডিকেল অফিসার তিশাদুর রহমান বাপ্পী জানান, আবু তাহের শঙ্কামুক্ত। তার মুখে একটি সেলাই লেগেছে।
বোরহানউদ্দিন থানার ওসি অসিম শিকদার জানান, ওই ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭:১৯:৪৫   ৪৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


এমন নির্বাচন হবে যা ভোলাবাসী কখনো ভুলবে না: ভোলায় ইসি হাবিব
ভোলায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
ভোলায় মেঘনা নদী থেকে পাঙ্গাস মাছের অবৈধ পোনা শিকারের ৫টি চাই ধ্বংস
২১ তারিখ মটরসাইকেল ও উড়োজাহাজে ভোট দিবেন: চেয়ারম্যান প্রার্থী ইউনুছ
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক
ভোলায় ইমাম মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় সভায় দোয়া চেয়েছেন চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেন
ভোলায় সাংবাদিকদের নিয়ে এলজিইডির জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
লালমোহন উপজেলা পরিষদ নির্বাচন: প্রচারনাকালে প্রার্থীর ওপর হামলা, মোটরসাইকেল ভাঙচুর, আহত-৪
মানুষের শান্তি নষ্ট করে সন্ত্রাসী ও জলদস্যু দিয়ে ভোট নেয়া যাবেনা: চেয়ারম্যান প্রার্থী ইউনুছ
ভোলায় আইডিইবি’র দাবি বাস্তবায়নে সংবাদ সম্মেলন



আর্কাইভ