বৃহস্পতিবার, ২ মে ২০২৪

ঢাকাস্থ বোরহানউদ্দিন উপজেলা ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদের কমিটি গঠন

প্রচ্ছদ » বোরহানউদ্দিন » ঢাকাস্থ বোরহানউদ্দিন উপজেলা ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদের কমিটি গঠন
শনিবার, ২৩ মার্চ ২০২৪



---

বোরহানউদ্দিন প্রতিনিধি ॥

ঢাকাস্থ বোরহানউদ্দিন উপজেলা ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদের ১ বছরের জন্য কমিটির অনুমোদন প্রদান করা হয়েছে। সোনারগাঁও ইউনিভার্সিটির এল,এল,এম এ অধ্যয়নরত শিক্ষার্থী মুহাম্মদ রাকিব ঢালীকে সভাপতি ও মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের সদ্য বি,বি,এ (সম্মান) শেষ করা শিক্ষার্থী মোঃ তারেক ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করে কমিটির অনুমোদন প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে বোরহানউদ্দিন উপজেলা ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ভোলা ২ আসনের এমপি(বোরহানউদ্দিন ও দৌলতখান) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির অন্যতম সদস্য আলী আজম মুকুলের স্বাক্ষরিত ঢাকাস্থ বোরহানউদ্দিন উপজেলা ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদের নিজস্ব পেইজে এ অনুমোদন প্রদান করা হয়।সাথে সাথে আগামী ৩০ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটির নির্দেশ ও প্রদান করা হয়।

মুহাম্মদ রাকিব ঢালী বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মোঃ মোতাহার ঢালী এবং মোঃ তারেক ইসলাম বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের সুফিয়া মীরের ছেলে বলে জানা গেছে।

এদিকে কমিটি ঘোষণার পরপরই বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজন ও শুভাকাক্সক্ষীদের শুভেচ্ছা বার্তায় সোশ্যাল মিডিয়ায় ভালোবাসায় সিক্ত হন তারা।

এ বিষয়ে জানতে চাইলে সংগঠনটির সভাপতি মুহাম্মদ রাকিব ঢালী ও সাধারণ সম্পাদক তারেক ইসলাম বলেন, ঢাকাস্থ বোরহানউদ্দিন উপজেলার শিক্ষার্থীদের কল্যাণে তারা কাজ করবেন।

তারা বলেন, এই সংগঠনটি একটি অরাজনৈতিক সংগঠন, শিক্ষার্থীদের বিপদে, সূখে-দুখে পাশা থাকাই আমাদের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য।

বাংলাদেশ সময়: ০:২৫:৩৮   ৩০৪ বার পঠিত