ভোলা ক্রিকেট একাডেমীর কোচ আব্দুল আলিম আরিফের বিদায়ী সংবর্ধনা

প্রচ্ছদ » খেলা » ভোলা ক্রিকেট একাডেমীর কোচ আব্দুল আলিম আরিফের বিদায়ী সংবর্ধনা
শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলা ক্রিকেট একাডেমীর কোচ আব্দুল হালিম আরিফকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (১লা ডিসেম্বর) সন্ধ্যায় জেলা ক্রীড়া সংস্থার অস্থায়ী কার্যালয়ে এই সংবর্ধনা প্রদান করা হয়।

ভোলা ক্রিকেট একাডেমির আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি হামিদুল হক বাহালুল।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোহাম্মদ ফয়ছাল, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো: নাছিম, জেলা ক্রীড়া সংস্থার সহ-সাধারণ সম্পাদক মুনতাসীর আলম চৌধুরী রবিন, ভোলা জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মোস্তফা কামাল, যুগ্ম-সম্পাদক কাজী বাবু।

এসময় বক্তব্য রাখেন, ইমরান হোসেন, তালহা তালুকদার বাঁধন, কামরুল ইসলাম সৈকত, বেনুপাল, আদিল হোসেন তপু, আকতার হোসেন বিপ্লব প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সাবেক খেলোয়াড়বৃন্দ এসময় উপস্থিত ছিলেন। এসময় বক্তরা বলেন, আব্দুল আলিম আরিফ একজন বিনয়ী মানুষ ছিলেন। তিনি ক্রীড়া সংস্থার উন্নয়নের জন্য দীর্ঘ একযুগের অধিক সময় ধরে নিবেদিত কাজ করে গেছেন। তার বিদেশ চলে যাওয়া ভোলা জেলা ক্রীড়া সংস্থার জন্য অপূরনীয় ক্ষতি সাধন হলো। তিনি যেখানে যাচ্ছেন পরিবার নিয়ে ভালো থাকুক এই দোয়া করেন।

উল্লেখ্য, আগামী ১৩ ডিসেম্বর স্ব-পরিবার আমেরিকা প্রবাসী হচ্ছেন আব্দুল আলিম আরিফ।

বাংলাদেশ সময়: ২৩:২৮:৩৬   ১৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভোলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন
ভোলা ক্রিকেট একাডেমির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
৫১১ রানের টার্গেট তাড়ায় ৩৭-এ ৫ উইকেট হারাল বাংলাদেশ
জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ
ভোলায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
শান্ত-মুশফিকের রেকর্ড জুটিতে দাপুটে জয় বাংলাদেশের
ভোলায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শুরু
ভোলায় ক্ষুদে ফুটবলারদের দেওয়া হল সংবর্ধনা
ভোলায় অগ্রণী ব্যাংকের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলা সরকারি কলেজে আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতা বাচাই অনুষ্ঠিত



আর্কাইভ