দৌলতখানের চারপাতায় অবশেষে ভিজিএফ চাল পেল জেলেরা

প্রচ্ছদ » জেলা » দৌলতখানের চারপাতায় অবশেষে ভিজিএফ চাল পেল জেলেরা
শুক্রবার, ১৬ জুন ২০১৭



---
স্টাফ রিপোর্টার ॥
দির্ঘদিন পর অবশেষে চাল পেল ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের দুইটি ওয়ার্ডের জেলেরা। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চরপাতা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন আনুষ্ঠানিকভাবে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় দৌলতখান উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) মোঃ কামাল হোসেন উপস্থিত ছিলেন। দুপুর পর্যন্ত ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এবং ৯ নম্বর ওয়ার্ডে এক হাজার ৫৭ জন ভিজিএফ কার্ডধারী জেলেকে চাল দেওয়া হয়েছে বলে জানান ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন। এর মধ্যে ৮ নম্বর ওয়ার্ডে ৪০৮ জন এবং ৯ নম্বর ওয়ার্ডে ৬৫৯ জন জেলেকে চাল দেওয়া হয়। প্রত্যেক জেলেকে ৪০ কেজি করে চাল দেওয়া হয়েছে।
চরপাতা ইউনিয়নে দীর্ঘদিন ধরে ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের দ্বন্দ্বের কারনে ৮ নম্বর ওয়ার্ডে এবং ৯ নম্বর ওয়ার্ডে জেলেদের ভিজিএফ চাল বিতরণ বন্ধ ছিল।
ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন জানান, এর আগে খাদ্যগুদামে চাল আনতে গেলে দৌলতখান উপজেলা নির্বাহি কর্মকর্তার নির্দেশে তাকে চাল দেননি উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা (ওসিএলএসডি)। তার ইউনিয়নের জেলেদের জন্য বরাদ্দকৃত চাউল না দেওয়ায় তিনি দৌলতখান উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) মোঃ কামাল হোসেনসহ সরকারি চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। দৌলতখানের সহকারি জজ আদালতে তিনি এ মামলাটি দায়ের করেন। মামলার অপরাপর বিবাদীরা হলেন ভোলা জেলা খাদ্য নিয়ন্ত্রক অনন্ত কুমার বিশ্বাষ, দৌলতখান উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অবনী মোহন দাস ও দৌলতখান উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা আব্দুর রহমান। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে বিবাদীদেরকে ৩ দিনের মধ্যে কারন দর্শানোর জন্য নির্দেশ দেন। মামলা দায়েরের পর বৃহস্পতিবার জেলেদের মাঝে চাল বিতরণ শুরু হয়।

বাংলাদেশ সময়: ১৪:১৫:০৬   ৩৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


এমন নির্বাচন হবে যা ভোলাবাসী কখনো ভুলবে না: ভোলায় ইসি হাবিব
ভোলায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
ভোলায় মেঘনা নদী থেকে পাঙ্গাস মাছের অবৈধ পোনা শিকারের ৫টি চাই ধ্বংস
২১ তারিখ মটরসাইকেল ও উড়োজাহাজে ভোট দিবেন: চেয়ারম্যান প্রার্থী ইউনুছ
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক
ভোলায় ইমাম মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় সভায় দোয়া চেয়েছেন চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেন
ভোলায় সাংবাদিকদের নিয়ে এলজিইডির জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
লালমোহন উপজেলা পরিষদ নির্বাচন: প্রচারনাকালে প্রার্থীর ওপর হামলা, মোটরসাইকেল ভাঙচুর, আহত-৪
মানুষের শান্তি নষ্ট করে সন্ত্রাসী ও জলদস্যু দিয়ে ভোট নেয়া যাবেনা: চেয়ারম্যান প্রার্থী ইউনুছ
ভোলায় আইডিইবি’র দাবি বাস্তবায়নে সংবাদ সম্মেলন



আর্কাইভ