ভোলায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছনা সপ্তাহের কার্যক্রমের উদ্বোধন

প্রচ্ছদ » জেলা » ভোলায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছনা সপ্তাহের কার্যক্রমের উদ্বোধন
সোমবার, ৩০ অক্টোবর ২০২৩



---

স্টাফ রিপোর্টার॥

‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এই শ্লোগানকে সামনে রেখে ভোলায় ডেঙ্গু রোগ প্রতিরোধে এডিশ মশার বংশ বিস্তার রোধে এর প্রজনন স্থান নষ্ট করা ও এই বিষয়ে সচেতনতা তৈরি লক্ষ্যে সপ্তাহ ব্যাপী এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে ভোলা জেলা প্রশাসনের সম্মেল কক্ষে স্থানীয় সরকার বিভাগের আয়োজনে ও ইউনিসেফের সহযোগীতায় সপ্তাহ ব্যাপী কর্মসূচীর উদ্বোধন করেন, ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামিন, ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার, ভোলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: মনিরুল ইসলাম প্রমুখ।

এসময় ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান সবাইকে নিজ আঙ্গিনা পরিচ্ছনা রাখার আহবান জানিয়ে বলেন, ডেঙ্গু বর্তমানে তার বিধিবদ্ধ উপসর্গ আর সময়ে সীমাবদ্ধ নয় বরং নতুন নতুন উপসর্গ নিয়ে ডেঙ্গু প্রতিবছর প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। তাই ডেঙ্গু প্রতিরোধে জেলা থেকে ইউনিয়ন পর্যন্ত সবাইকে সচেতন হতে হবে।

এসময় অন্যান্য বক্তারা বলেন, ডেঙ্গু হলে ডাক্তার এর পরামর্শ নিয়ে ওষুধ সেবন করতে হবে একই সাথে এডিশ মশার লার্ভা ধ্বংস করতে হবে।

২৯ অক্টোবর হতে ৪ নভেম্বর-২০২৩ইং পর্যন্ত জেলা পর্যায়ে সপ্তাহব্যাপী জেলার সর্বত্র ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করা হবে। পরিচ্ছন্নতা অভিযানে জেলার হাট, স্পর্টসমূহে এডিস মশার প্রজননস্থল শনাক্ত ও নির্মূলসহ ঘর-বাড়ী ও প্রতিষ্ঠান পরিদর্শন করে সকলকে সচেতন করা হবে। এসময় বিভিন্ন স্বেচ্ছাসেবকদের সহযোগীতায় জেলার বিভিন্ন এডিশ মশার হটস্পটে পরিষ্কার পরিচ্ছন করা হবে। সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রতিনিধি, জনপ্রতিনিধি, শিক্ষক ও স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১:২৩:৫৭   ১৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলায় ভোটারদের নানান প্রতিশ্রুতি দিয়ে প্রচার- প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা
ভোলার উন্নয়ন ও অগ্রগতির বিবেচনায় নিয়ে মটরসাইকেল ও উড়োজাহাজে ভোট দিবেন
এমন নির্বাচন হবে যা ভোলাবাসী কখনো ভুলবে না: ভোলায় ইসি হাবিব
ভোলায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
ভোলায় মেঘনা নদী থেকে পাঙ্গাস মাছের অবৈধ পোনা শিকারের ৫টি চাই ধ্বংস
২১ তারিখ মটরসাইকেল ও উড়োজাহাজে ভোট দিবেন: চেয়ারম্যান প্রার্থী ইউনুছ
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক
ভোলায় ইমাম মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় সভায় দোয়া চেয়েছেন চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেন
ভোলায় সাংবাদিকদের নিয়ে এলজিইডির জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
লালমোহন উপজেলা পরিষদ নির্বাচন: প্রচারনাকালে প্রার্থীর ওপর হামলা, মোটরসাইকেল ভাঙচুর, আহত-৪



আর্কাইভ