শনিবার, ১১ মে ২০২৪

ভোলার চর গাজীপুর মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রচ্ছদ » জেলা » ভোলার চর গাজীপুর মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
শনিবার, ৩ জুন ২০২৩



আজকের ভোলা রিপোর্ট:

ভোলা সদর উপজেলার চর গাজীপুর মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৩ইং অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জুন) সকালে সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়নের নিজাম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে চর মালিক সমিতি (৪নং মৌজা) ভোলা সদর এর আয়োজনে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২নং ইলিশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আনোয়ার হোসেন ছোটন।

---

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২নং ইলিশা ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আলহাজ্ব ফারুক বেপারী।

এসময় আরও বক্তব্য রাখেন, চর গাজীপুর মালিক সমিতির সভাপতি আবু ছায়েদ তালুকদার, সাধারণ সম্পাদক আদুল খালেক বেপারী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, চর গাজীপুর মালিক সমিতি উপদেষ্টা আব্দুল ওয়াদুদ তালুকদার।

অনুষ্ঠান পরিচালনা করেন, চর গাজীপুর মালিক সমিতির সদস্য মো: পারভেজ।

আলোচনা সভা শেষে চর গাজীপুরের জমির মালিকদের সম্মতিক্রমে আবু ছায়েদ তালুকদারকে সভাপতি, আদুল খালেক বেপারীকে সাধারণ সম্পাদক, আব্বাস ক্বারীকে সাংগঠনিক সম্পাদক করে ৩ বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এছাড়াও ভোলা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেনকে প্রধান উপদেষ্টা, ২নং ইলিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আনোয়ার হোসেন ছোটনকে উপদেষ্টা, ২নং ইলিশা ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আলহাজ্ব ফারুক বেপারীকে উপদেষ্টা করে চর গাজীপুর মালিক সমিতির উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।

এসময় বক্তারা বলেন, ভোলা জেলার প্রাচীন জনপদ ছিলো গাজীপুর ইউনিয়ন। মেঘনার ভয়াল ভাঙনে এই জনপদ নদী গর্ভে বিলিন হয়ে যায়। হাজার হাজার পরিবার নদী ভাঙনের শিকার হয়ে অন্যত্র বসবাস করছে। পুনরায় গাজীপুর ইউনিয়নটি আবার চর পরে জেগে উঠেছে। এই জেগে উঠা গাজীপুর চরের প্রকৃত জমির মালিকরা যাতে তাদের মালিকানা বুজে পায় এবং এই চর যাতে কোন ভূমিদস্যুরা দখল করতে না পারে সে জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মূল কাজ হবে গাজীপুর চরের প্রকৃত জমির মালিকদেরকে তাদের জমি বুজিয়ে দেওয়া। এছাড়াও কোন অপশক্তি ভূমিদস্যুরা যাতে এই চর দখলে নিতে না পারে সে জন্য এই কমিটি সক্রিয়ভাবে কাজ করে যাবে।

বাংলাদেশ সময়: ১৪:০৪:৪০   ১৮৭ বার পঠিত