চরফ্যাশনে ৭ লাখ টাকা কাবিনে দাদিকে বিয়ে করল নাতি

প্রচ্ছদ » চরফ্যাশন » চরফ্যাশনে ৭ লাখ টাকা কাবিনে দাদিকে বিয়ে করল নাতি
বৃহস্পতিবার, ১ জুন ২০২৩



---

চরফ্যাশন প্রতিনিধি ॥

ভোলার চরফ্যাশন উপজেলায় সাত লাখ টাকা কাবিনে বিধবা দাদির সাথে নাতির বিয়ে হওয়ার খবর পাওয়া গেছে। রোববার (২১ মে) দুপুরে উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের এ ঘটনা ঘটে।

জানা গেছে, হাজারীগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের শাহে আলম বেপারির মৃত্যু হয় দেড় বছর আগে। মৃত্যুর পর তার স্ত্রী সামছুন্নাহারের (৫০) সাথে তার ছেলে জসিম উদ্দিনের ছোট ছেলে মিরাজ হোসেনের (২৩) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা সম্পর্কে দাদি-নাতি। পরে দাদি-নাতির অনৈতিক সম্পর্ক ধরা পরে স্থানীয়দের হাতে। পরে স্থানীয় মাতবররা বিষয়টি মিটমাটের জন্য সালিশ বৈঠক করে। এতেও কোনো সুরাহা হয়নি। অবশেষে রোববার (২১ মে) দুপুরে সাত লাখ টাকা কাবিননামায় ভোলা নোটারি পাবলিক কার্যালয়ে কোট এফিডেফিট করে দাদি-নাতির বিবাহ সম্পন্ন করে স্থানীয় মাতবররা। মিরাজ হোসেন বলেন, দাদার মৃত্যুর পর দাদির দেখা শোনা করার জন্য স্বেচ্ছায় দাদিকে বিয়ে করেছেন তিনি।

সামসুন্নাহার জানান, তার ও মরহুম শাহে আলমের দাম্পত্য জীবনে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। এসব মেনে নিয়েই নাতি মিরাজ হোসেন তাকে বিয়ে করতে রাজি হয়েছেন।

শশীভূষণ থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, ‘সামছুন্নাহারের কাছ থেকে শুনেছি যে সাত লাখ টাকা কাবিনে নাতি মিরাজকে বিবাহ করেছেন।’

 

বাংলাদেশ সময়: ২০:৫৮:০৬   ১৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে দাফনের ৪ মাস পর কবর থেকে গৃহবধূ’র লাশ উত্তোলন
চরফ্যাশনে অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
চরফ্যাশনে সীমিত আয়ের মানুষের পাতে উঠছে না ইলিশ
চরফ্যাশনে পল্লীবিদ্যুতের ট্রান্সমিটার ওভারলোডের কারণে দুর্ঘটনার ঝুঁকিতে ব্যবসায়ীরা!
চরফ্যাশনে বিদ্যুতায়িত হয়ে অটোচালকের মৃত্যু
আওয়ামী লীগের সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ, বেপরোয়া পুলিশ!
চরফ্যাশনে উপকূল পরিচ্ছন্নতা দিবস পালিত
চরফ্যাশনে শ্বশুর বাড়িতে যুবককে পিটিয়ে হত্যা
অটো বোরাকের চাপায় প্রান হারালো শিশু

আর্কাইভ