শনিবার, ১১ মে ২০২৪

চরফ্যাশনে মরণোত্তর দেহদান করল দম্পতি

প্রচ্ছদ » চরফ্যাশন » চরফ্যাশনে মরণোত্তর দেহদান করল দম্পতি
রবিবার, ২৮ মে ২০২৩



---

চরফ্যাসন প্রতিনিধি ॥

ভোলার চরফ্যাসনে মরণোত্তর দেহদান করেছেন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পার্থ সারথী দেবনাথ ও তার স্ত্রী বেলী রানী দাস। গত ২৩ মে চরফ্যাসন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালতে হলফনামা স¤পাদনের মাধ্যমে তারা এ ঘোষণা দেন।

হলফনামায় দ¤পতি উল্লেখ করেন, মৃত্যুর পর তাদের মৃতদেহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বা অন্য কোন ¯œাতক ও ¯œাতকোত্তর চিকিৎসা শিক্ষাদানকারী প্রতিষ্ঠানে দান করছেন। তাদের মৃতদেহ বা এর কোন অংশ মুনাফার উদ্দেশ্যে কেনাবেচা করা যাবে না। এর আগে তারা ইস্পাহানী আই ব্যাংকে মরণোত্তর চক্ষুদান করেছেন।

পার্থ সারথী বলেন, আমাদের একটি চোখ একজন দৃষ্টিহীন মানুষকে দৃষ্টি ফিরিয়ে দিতে পারে, একটি অঙ্গ একজন অঙ্গহীন মানুষের চলার পথ সুগম করে দিতে পারে। এ চিন্তা থেকে আমি এবং আমার স্ত্রী মরণোত্তর দেহদানের সিদ্ধান্ত নেই।

চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন কুমার বসাক তাদের এ উদ্দ্যোগকে সাধুবাদ জানান।

 

বাংলাদেশ সময়: ০:৩১:৪৫   ১৭৫ বার পঠিত