শনিবার, ১১ মে ২০২৪

তজুমদ্দিনে জাতীয় শিক্ষা সপ্তাহের মূল্যায়নে চাপড়ী আলিম মাদরাসার সাফল্য

প্রচ্ছদ » তজুমদ্দিন » তজুমদ্দিনে জাতীয় শিক্ষা সপ্তাহের মূল্যায়নে চাপড়ী আলিম মাদরাসার সাফল্য
বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩



গাজী মোঃ আঃ জলিল, তজুমদ্দিন ॥

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চাপড়ী আলিম মাদরাসা উপজেলা পর্যায়ে গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছে।

দ্বীপজেলা ভোলার তজুমদ্দিন উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (মাদরাসা পর্যায়) নির্বাচিত হয়েছে চাপড়ী আলিম মাদরাসা। শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা পর্যায়) নির্বাচিত হয়েছে মাওলানা মো. হাবিবুর রহমান (হারুন) অধ্যক্ষ, চাপড়ী আলিম মাদরাসা। এছাড়া শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক (মাদরাসা পর্যায়) নির্বাচিত হয়েছে, মোঃ বিল্লাল হোসাইন ‘আরবি প্রভাষক, চাপড়ী আলিম মাদরাসা।

ছাত্র ছাত্রদের মাঝে চাপড়ী আলিম মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে উপজেলা পর্যায়ে নির্বাচিত হয়েছে, মো. জোনায়েদ, ষষ্ঠ শ্রেণি (কেরাত প্রতিযোগিতা ক-গ্রুপ) ও শিলা, দশম শ্রেণী (হামদ/নাত খ গ্রুপ)।

চাপড়ী আলিম মাদরাসার এ সাফল্যে মাদ্রাসার প্রিন্সিপাল আজকের ভোলা প্রতিনিধিকে বলেন, আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 

বাংলাদেশ সময়: ২২:৫৪:২৮   ১৬৭ বার পঠিত