বুধবার, ১ মে ২০২৪

স্মার্ট বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে: এমপি মুকুল

প্রচ্ছদ » জেলা » স্মার্ট বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে: এমপি মুকুল
মঙ্গলবার, ৯ মে ২০২৩



---

দৌলতখান প্রতিনিধি ॥ 

ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল ৯ই মে মঙ্গলবার দৌলতখানে উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে উপজেলা প্রশাসন অডিটোরিয়ামে ৯৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে ল্যাপটপ বিতরণ করেন।

এ সময়  তিনি বলেন, আগে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম। এটি এখন বাস্তব। এখন আমরা স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি। তবে স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আগে শিক্ষা খাতকে স্মার্ট করতে হবে। শিক্ষা খাতকে স্মার্ট করার জন্য সরকার আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে। এ সময় তিনি আরো বলেন, কোন জাতি উন্নতি করতে হলে শিক্ষার বিকল্প নেই।

উপজেলা শিক্ষা অফিসার তৌহিদুল ইসলাম নলেন সরকার শিক্ষা খাতকে স্মার্ট করার জন্য সকল বিদ্যালয়কে ল্যাপটপ প্রদান করবে, যাতে করে শিক্ষা ব্যাবস্থায় যে কোন প্রকার ট্রেনিং, তথ্য আদান প্রদান অথবা মিটিং এ দূরের সকল বিদ্যালয়কে এক প্লাট ফর্মে এনে সহজে শিক্ষা ব্যবস্থাকে প্রসার করা যায়।

উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপু, উপজেলা শিক্ষা অফিসার তৌহিদুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

 

বাংলাদেশ সময়: ২২:৪৮:০৬   ১৬৯ বার পঠিত