শনিবার, ১১ মে ২০২৪

বোরহানউদ্দিনে মানবদরদী গুনি শিক্ষকের বিদায় সংবর্ধনা

প্রচ্ছদ » বোরহানউদ্দিন » বোরহানউদ্দিনে মানবদরদী গুনি শিক্ষকের বিদায় সংবর্ধনা
রবিবার, ৩০ এপ্রিল ২০২৩



---

বোরহানউদ্দিন প্রতিনিধি ॥

ধ্যানে জ্ঞানে আপদমস্তক তিনি একজন মানবদরদী গুনি শিক্ষক। শিক্ষা যার ধ্যানজ্ঞান। শিক্ষাকে স্থান দিয়েছেন ইবাদতের পর্যায়ে। বহু সংগ্রাম করে আজ তিনি সফল জীবনের এক প্রতিকৃতি। সহজ সরল এমন একজন মানুষ আজ অবসরে যাচ্ছেন। বলছি ভোলা বোরহানউদ্দিন সরকারি আবদুল জব্বার কলেজের দর্শন বিভাগের প্রভাষক মোঃ তৌহিদুর রহমান’র কথা।

রবিবার (৩০ এপ্রিল) অবসরজনীত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। তিনি বোরহানউদ্দিন সরকারি আবদুল জব্বার কলেজে ২৯ বছর ১১ মাস ১৫ দিন অধ্যাপনা করেছেন। আজ ছিল তাঁর শেষ কর্মদিবস। তিনি বিদায় নিয়েছেন কর্মজীবন থেকে।

এবিষয় জানতে চাইলে প্রভাষক মোঃ তৌহিদুর রহমান বলেন, বোরহানউদ্দিন সরকারি আবদুল জব্বার কলেজ একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের প্রায় ২৯ বছরেরও বেশি সময় দায়িত্ব পালন করতে পেরে আমি গর্বিত। সবার সহযোগিতায় এই পর্যায়ে পৌঁছেছি। আমি সকল সহকর্মীদের প্রতি কৃতজ্ঞ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ রাখার চন্দ্র মিস্ত্রী। উপস্থিত ছিলেন, কলেজের সদ্যবিদায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস,এম, গজনবী স্যার ও মোঃ আলাউদ্দিন স্যার সহ সকল শিক্ষক-কর্মচারীবৃন্দ।

 

বাংলাদেশ সময়: ২৩:৩৬:৪৪   ২৪২ বার পঠিত