ভোলা-চট্টগ্রাম সরাসরি জাহাজ সার্ভিস

প্রচ্ছদ » জেলা » ভোলা-চট্টগ্রাম সরাসরি জাহাজ সার্ভিস
মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩



স্টাফ রিপোর্টার ॥

ভোলার সঙ্গে চট্টগ্রাম নৌপথে এবার চালু হলো সরাসরি জাহাজ সার্ভিস। ভোলা জেলার যাত্রীদের সড়ক পথে ভোগান্তি কমাতে সোমবার সকালে চরফ্যাশনের বেতুয়া ঘাট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায় একটি জাহাজ। বেতুয়া ঘাট থেকে সোমবার সকাল ৯টায় কর্ণফুলী ক্রুজ লাইনের বিলাসবহুল এমভি বারো আউলিয়া জাহাজটি ছেড়ে যায়। এটি সকাল ১০টায় লালমোহন উপজেলার মঙ্গলসিকদার ও ১১টা ৩০ মিনিটে মনপুরা ঘাট হয়ে বিকালে চট্টগ্রামের পতেঙ্গা ১২ নম্বর ঘাটে যায়। সেখান থেকে মঙ্গলবার সকাল ৯টায় ভোলার বেতুয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে।

---

প্রথম দিনে বিপুলসংখ্যক যাত্রী উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোলার চরফ্যাশন ও লালমোহন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করেন।

ভোলার বিপুলসংখ্যক শ্রমিক ও বিভিন্ন পেশার লক্ষাধিক মানুষ চট্টগ্রামে থাকেন। তাদের যাতায়াতের কষ্ট লাঘবের জন্য ভোলা জেলা ডেভেলপমেন্ট ফোরাম (বিডিএফ) ভোলার জনপ্রতিনিধের সমন্বয়ে কর্ণফুলী ক্রুজ লাইন কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করে ভোলা ও চট্টগ্রাম নৌপথে জাহাজ সার্ভিস চালু করা হয়। এ নৌপথটি চালু হওয়ায় ভোলার যাত্রীদের সুবিধা হয়েছে বলে যাত্রীরা জানান।

দুলারহাট এলাকার সোহাগ সকালে এই জাহাজে চড়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হন। তিনি চট্টগ্রামে একটি ওষুধ কো¤পানিতে চাকরি করেন। তিনি জানান, আগে চট্টগ্রাম থেকে লক্ষ্মীপুর হয়ে সড়ক পথে আসতে পথে অনেক ভোগান্তি পোহাতে হতো। এখন এ জাহাজে করে নিরাপদে যাতায়াত করতে পারব।

বেতুয়া ঘাট আসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম জানান, চরফ্যাশন উপজেলা দেশের অন্যতম একটি বৃহত্তম উপজেলা। এছাড়া মনপুরা, লালমোহনসহ ভোলাবাসীর জন্য সড়ক পথে চট্টগ্রাম যাতায়াত করা কষ্টকর ছিল। এই জাহাজ নিয়মিত চললে সব দুর্ভোগ কমবে।

কর্ণফুলী ক্রুজ লাইনের জেনারেল ম্যানেজার (অ্যাডমিন) মাহবুব আলম জানান, প্রথম দিনে যাত্রীদের অনেক সাড়া পেয়েছি। সবার সাধ্যের মধ্যে জাহাজের টিকিট মূল্য (৮০০ টাকা) করা হয়েছে। আপাতত একদিন পরপর জাহাজটি চলাচল করবে।

ভোলা-চট্টগ্রাম নৌপথে এই জাহাজটি চালু থাকলে ভোলার ব্যবসার প্রসার বাড়বে ও চট্টগ্রামের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ আরও সহজ হবে বলে জানান যাত্রীরা।

 

বাংলাদেশ সময়: ২৩:৩১:৪৪   ২৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


সুষ্ঠু নির্বাচনের দাবিতে চেয়ারম্যান প্রার্থী ইউনুছের সংবাদ সম্মেলন
ভোলায় উপজেলা পরিষদ নির্বাচনের আচরণবিধি নিয়ে আলোচনা সভা
আশরাফ হোসেন লাভু ছিলো আ’লীগের নিবেদিত প্রাণ: তোফায়েল আহমেদ
দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ॥ আহত-৩০
আমাকে মটর সাইকেল প্রতীকে আপনাদের মুল্যবান ভোটটি দিবেন: চেয়ারম্যান প্রার্থী মোঃ ইউনুছ
নদীতে মিলছে না কাংখিত ইলিশ, হতাশ জেলেরা
সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইউনুস-পলাশ এর মতবিনিময় সভা
ভোলায় তীব্র তাপদাহের পর একপশলা প্রশান্তির বৃষ্টি
ভোলা জেলা শ্রমিক লীগের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত
কাঁচের চুড়ি তৈরিতে ব্যস্ত বোরহানউদ্দিনের শ্রমিকরা



আর্কাইভ