শনিবার, ১১ মে ২০২৪

ভোলায় কর নির্ধারণে মেয়রের গণশুনানি

প্রচ্ছদ » জেলা » ভোলায় কর নির্ধারণে মেয়রের গণশুনানি
মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩



আজকের ভোলা রিপোর্ট ॥

ভোলায় পৌর কর নির্ধারণে সোমবার দুপুর থেকে শুরু হয়েছে ৩ দিনের গণশুনানি। প্রথম দিন বিকাল পর্যন্ত ৩টি ওয়ার্ডের শুনানি শেষ হয়। পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান উপস্থিত থেকে পৌরবাসীর মতামতের ভিত্তিতে কর নির্ধারণ করেন।

---

এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভার প্রধান নির্বাহী প্যানেল মেয়র মোস্তাফিজুর রহমান, প্যানেল মেয়র সালাউদ্দিন লিংকন, কাউন্সিলর মাইনুল ইসলাম শামিম, কাউন্সিলর মিজানুর রহমান, কাউন্সিলর ওমর ফারুকসহ নাগরিক সমাজের প্রতিনিধিরা।

পৌর মেয়র জানান, পৌর স্টাফরা কর নির্ধারণে কিছু অনিয়ম করেছে এমন অভিযোগ ওঠায় এই গণশুনানির আয়োজন করা হয়েছে। গেল বছর একজনের কর ছিল ৪ হাজার টাকা। এ বছর ওই একই বাড়ির কর ধরা হয় ২৭ হাজার টাকা। এমন কিছু বিষয় অস্বাভাবিক মনে হয়েছে। তাই গণশুনানীতে পৌরবাসীকে আমন্ত্রণ জানানো হয়। অপরদিকে দীর্ঘদিন পৌর মেয়র এলাকায় উপস্থিত না থাকায় এমন অনিয়ম সৃষ্টি হয়েছে বলেও অভিযোগ করেন নাগরিকরা।

 

বাংলাদেশ সময়: ২৩:৩০:৫৭   ১৮১ বার পঠিত