বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

দৌলতখানের মেঘনায় ডাকাতের উপদ্রবে অসহায় জেলেরা

প্রচ্ছদ » জেলা » দৌলতখানের মেঘনায় ডাকাতের উপদ্রবে অসহায় জেলেরা
শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩



---

দৌলতখান প্রতিনিধি ॥
ভোলা জেলার দৌলতখান উপজেলার মেঘনার নদীর মোহনায় ছাউলার চর এলকায় গত দুই তিন ধরে একের পর এক ডাকাতি সংগঠিত হয়েছে। স্থানীয় জেলেদের সাথে আলাপ করে জানা যায় গত ১৫ ও ১৬ই ফেব্রুয়ারী গভীর রাতে একদল ডাকাত হঠাৎ নৌকায় মাছ ধরা জেলেদের উপর আক্রমণ করে জাল, সোলার বাতি, মাছ সহ নৌকার লোকজনদেরকে ধরে নিয়ে যায়। দৌলতখান থানা সংলগ্ন নতুন ঘাটের মন্নান হাজারী ও ইমন সাহেবের তহফিলের নৌকা প্রতিদিনের ন্যায় ঐ দিন নদীতে মাছ ধরতে গেলে ডাকাতরা নৌকার মালামালসহ নৌকার মাঝি বিল্লাল, মাহফুজ জুয়েলকে ধরে নিয়ে যায়। পরে ডাকাতরা মুক্তিপনের দাবি জানালে নৌকার সংশ্লিষ্ট লোকজন লক্ষাধিক টাকার বিনিময়ে লোকজনদেরকে মুক্ত করে। কিছু দিন পর পর মেঘনা নদীতে এই ধরনের ডাকাতি সংগঠিত হয়। বর্তমানে অসহায় জেলেরা নদীতে মাছ ধরতে যেতে ভয় পাচ্ছে।
জেলেদের সাথে আলাপকালে আরো জানা যায় এই সকল ডাকাতরা মোবাইলে বিকাশের মাধ্যমে টাকা লেনদেন করে থাকে। এ বিষয়ে দৌলতখান পুলিশ প্রশাসন দৃষ্টি আকর্ষণ করলে তারা জানান অতিদ্রুত উর্ধতন কর্মকর্তা সাথে এ বিষয়ে আলোচনা করে জেলেদের নদীতে নিরাপত্তা ও নৌ-টহল বৃদ্ধি করার আশ্বাস দেন।

বাংলাদেশ সময়: ২২:৩৩:৫০   ২৩৯ বার পঠিত