বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

তথ্য প্রযুক্তি সহায়তায় প্রতারকের কাছ থেকে টাকা উদ্ধার

প্রচ্ছদ » অপরাধ » তথ্য প্রযুক্তি সহায়তায় প্রতারকের কাছ থেকে টাকা উদ্ধার
বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩



তজুমদ্দিন প্রতিনিধি ॥
ভোলার তজুমদ্দিনে বিকাশ এজেন্ট ব্যবসায়ী ও ভুক্তভোগী বিকাশে খোয়া যাওয়া ৩০ হাজার টাকা উদ্ধার করেছে তজুমদ্দিন থানা পুলিশ। মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকাশ ব্যবসায়ী মোঃ রুবেলের দোকানে গিয়ে উদ্ধারকৃত ছয় হাজার টাকা ও ৬ মাস পূর্বে রফিকুল ইসলামের হাতিয়ে নেয়া ২৪হাজার টাকা তথ্য প্রযুক্তির সহায়তায় উদ্ধার করে হস্তান্তর করেন তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদ।

---

থানা সূত্রে জানা যায়, তজুমদ্দিন উপজেলার শশীগঞ্জ বাজারের বিকাশ ব্যবসায়ী মোঃ রুবেল ও ভুক্তভোগী রফিকুল ইসলাম গত ২৮ জানুয়ারি তজুমদ্দিন থানায় অভিযোগ দেন। তাদের বিকাশ থেকে টাকা পাঠানোর সময় ভুলক্রমে অন্য বিকাশ নম্বরে চলে যায়।পরবর্তীতে তাদের নম্বরটি বন্ধ পাওয়া যায়। এই সংক্রান্তে তজুমদ্দিন থানার অভিযোগ করা হইলে তথ্য প্রযুক্তির সহায়তায় উক্ত টাকা উদ্ধার করে (৩১জানুয়ারি) তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদ টাকা হস্তান্তর করেন।
ভুক্তভোগী মোঃ রুবেল ও রফিকুল ইসলাম উদ্ধারকৃত টাকা হাতে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন। তিনি ভোলা জেলার পুলিশ সুপার ও তজুমদ্দিন থানা পুলিশকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ২১:২৩:৩০   ২৪৩ বার পঠিত