রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

ভোলায় মুজিববর্ষ উপলক্ষে চতুর্থ ধাপে চলছে ১২শ’ ৩৬টি গৃহ নির্মাণের কাজ

প্রচ্ছদ » জেলা » ভোলায় মুজিববর্ষ উপলক্ষে চতুর্থ ধাপে চলছে ১২শ’ ৩৬টি গৃহ নির্মাণের কাজ
রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩



স্টাফ রিপোর্টার ॥
জেলার ৭ উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে চতুর্থ ধাপে প্রধানমন্ত্রীর উপহার আরো ১২শ’ ৩৬টি গৃহ নির্মাণের কাজ চলছে। ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দুই শতক জমিসহ এসব গৃহ প্রদান করা হবে। গত বছরের ডিসেম্বর মাসে ঘরের নির্মাণ কাজ শুরু হয়েছে। চলতি বছরের ৭ মার্চের মধ্যে এসব ঘরের নির্মাণ কাজ স¤পন্ন হবে। সেমি পাঁকা প্রত্যেক ঘরে বিশুদ্ধ, পানি, বিদ্যুৎ, বারান্দা, রান্না ঘরসহ সব ধরণের সুবিধা থাকছে। এর আগে মুজিববর্ষের প্রায় তিন হাজার গৃহ হস্তান্তর করা হয়েছে ভূমি ও গৃহহীনদের মাঝে।
জেলা প্রশাসক কার্যালয়ের রাজস্ব শাখা জানায়, এসব ঘরের মধ্যে সদর উপজেলায় ৯০টি, দৌলতখানে ২শ’, বোরহানউদ্দিনে ১শ’ ৬, তজুমদ্দিনে ৩শ’, লালমোহনে ২শ’ ৫০, চরফ্যাশনে ৬০ ও মনপুরায় ২শ’ ৩০টি ঘর রয়েছে। মুজিববর্ষ উপলক্ষে জেলায় প্রথম পর্যায়ে ৫শ’ ২০টি ঘর, দ্বিতীয় পর্যায়ে ৩শ’ ৭১ ও তৃতীয় ধাপে ২ হাজার ২২টি ঘরসহ মোট ২ হাজার ৯শ’ ১৩টি ঘর জমির দলিলসহ হস্তান্তর করা হয়েছে।

---

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তামিম আল ইয়ামীন জানান, চতুর্থ ধাপের ঘরের মধ্যে ইতোমধ্যে বেশ কিছুর নির্মাণ স¤পন্ন হয়েছে। বাকিগুলোর নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। প্রত্যেক ঘরের জন্য বরাদ্দ ধরা হয়েছে দুই লাখ ৮৪ হাজার ৫শ’ টাকা করে। এছাড়া জেলায় মোট ৪ হাজার ৯শ’ ৭ টি ভূমি ও গৃহহীন পরিবার চিহিৃত করা হয়েছে। পর্যায়ক্রমে সকলের জন্য প্রধানমন্ত্রীর উপহারের এসব গৃহ প্রদান করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫:২৪:৫৫   ২৫৫ বার পঠিত