ভোলায় মুজিববর্ষ উপলক্ষে চতুর্থ ধাপে চলছে ১২শ’ ৩৬টি গৃহ নির্মাণের কাজ

প্রচ্ছদ » জেলা » ভোলায় মুজিববর্ষ উপলক্ষে চতুর্থ ধাপে চলছে ১২শ’ ৩৬টি গৃহ নির্মাণের কাজ
রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩



স্টাফ রিপোর্টার ॥
জেলার ৭ উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে চতুর্থ ধাপে প্রধানমন্ত্রীর উপহার আরো ১২শ’ ৩৬টি গৃহ নির্মাণের কাজ চলছে। ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দুই শতক জমিসহ এসব গৃহ প্রদান করা হবে। গত বছরের ডিসেম্বর মাসে ঘরের নির্মাণ কাজ শুরু হয়েছে। চলতি বছরের ৭ মার্চের মধ্যে এসব ঘরের নির্মাণ কাজ স¤পন্ন হবে। সেমি পাঁকা প্রত্যেক ঘরে বিশুদ্ধ, পানি, বিদ্যুৎ, বারান্দা, রান্না ঘরসহ সব ধরণের সুবিধা থাকছে। এর আগে মুজিববর্ষের প্রায় তিন হাজার গৃহ হস্তান্তর করা হয়েছে ভূমি ও গৃহহীনদের মাঝে।
জেলা প্রশাসক কার্যালয়ের রাজস্ব শাখা জানায়, এসব ঘরের মধ্যে সদর উপজেলায় ৯০টি, দৌলতখানে ২শ’, বোরহানউদ্দিনে ১শ’ ৬, তজুমদ্দিনে ৩শ’, লালমোহনে ২শ’ ৫০, চরফ্যাশনে ৬০ ও মনপুরায় ২শ’ ৩০টি ঘর রয়েছে। মুজিববর্ষ উপলক্ষে জেলায় প্রথম পর্যায়ে ৫শ’ ২০টি ঘর, দ্বিতীয় পর্যায়ে ৩শ’ ৭১ ও তৃতীয় ধাপে ২ হাজার ২২টি ঘরসহ মোট ২ হাজার ৯শ’ ১৩টি ঘর জমির দলিলসহ হস্তান্তর করা হয়েছে।

---

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তামিম আল ইয়ামীন জানান, চতুর্থ ধাপের ঘরের মধ্যে ইতোমধ্যে বেশ কিছুর নির্মাণ স¤পন্ন হয়েছে। বাকিগুলোর নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। প্রত্যেক ঘরের জন্য বরাদ্দ ধরা হয়েছে দুই লাখ ৮৪ হাজার ৫শ’ টাকা করে। এছাড়া জেলায় মোট ৪ হাজার ৯শ’ ৭ টি ভূমি ও গৃহহীন পরিবার চিহিৃত করা হয়েছে। পর্যায়ক্রমে সকলের জন্য প্রধানমন্ত্রীর উপহারের এসব গৃহ প্রদান করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫:২৪:৫৫   ২৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


সাবেক পুলিশ প্রধান বেনজীরের দুর্নীতির বিরুদ্ধে ভোলায় সমাবেশ
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে
ভোলায় ৬ দাবিতে প্রধানমন্ত্রী বরাবর সরকারি চাকরিজীবী ফোরামের স্মারকলিপি
ভোলায় তীব্র তাপদাহে অস্থির জনজীবন
ছয় শতাধিক শিক্ষার্থীর পাঠদানে অনিশ্চয়তা
উপজেলা পরিষদ নির্বাচন: ভোলায় তিন উপজেলার ৩৮ প্রার্থীর সকলের মনোনয়নপত্র বৈধ
ভোলায় কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ঘুষ ছাড়া কাজ হয়না ভোলার বিএমইটি অফিসে॥ প্রতিদিন ঘুষের আয় প্রায় অর্ধলক্ষ টাকা!!
আপনাদের আমানত ভাল পাত্রে জমা রাখবেন: চেয়ারম্যান প্রার্থী ইউনুছ মিয়া
ভোলায় ফিল্মি স্টাইলা অপহরণ ॥ কতিপর উদ্ধার



আর্কাইভ