প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রচ্ছদ » অর্থনীতি » প্রকাশিত সংবাদের প্রতিবাদ
রবিবার, ৮ জানুয়ারী ২০২৩



---

গত ০৪/০১/২০২২ইং তারিখে দৈনিক আজকের ভোলাসহ বিভিন্ন পত্রিকা ও অনলাইন পোর্টালে “ভোলায় কোস্ট ফাউন্ডেশনের কিস্তির টাকা মওকুফের কথা বলে গ্রাহককে কু-প্রস্তাব” শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে যেসব তথ্য তুলে ধরা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যেপ্রণোদিত। মূলতঃ পূর্বে ২নং ইলিশা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চর ইলিশা গ্রামের কালাপোল নাম এলাকার বাসিন্দা মোঃ রফিকের স্ত্রী হাজেরা বেগম গত ৩ পূর্বে বছর কোস্ট ফাউন্ডেশন এনজিও ইলিশা শাখা থেকে ৬০ হাজার টাকা ঋণ গ্রহণ করেন। ঋণগ্রহণের পর হাজেরা বেগম নিয়মিত কিস্তি পরিশোধ না করে কিস্তির টাকা চাইলে বিভিন্ন অজুহাতে তৈরি করে। গত ২৪/১২/২০২২ইং তারিখে আমার সহকর্মী আছমান আলী, মফিজুল ইসলাম, লাইজু বেগম ও অনিমা রানীকে নিয়ে গ্রাহক হাজেরার বাড়িতে কিস্তির টাকা আনতে গেলে তর্কবিতর্কের এক পর্যায়ে হাজেরার স্বামী রফিক মারধর ও মটরসাইকেল ভাংচুর করে। এসময় আমার সহকর্মী লাইজু বেগমের সাথে ব্যাগের মধ্যে থাকা আদায়কৃত সমিতির ১,০৭,৫৭০/- টাকা ও আমার সাথে থাকা ৪৪৫০০/- টাকা ছিনিয়ে নিয়ে যায় হামলাকারী রফিক, বাবুল, মোঃ হোসেন, হাজেরা বেগম। আমার মটরসাইকেল ভাংচুর করে প্রায় ২৫,০০০/- টাকার ক্ষতি সাধন করে। এ ব্যাপারে আমি বাদী হয়ে ভোলার আদালতে হামলাকারীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছি। যার মামলা নং-এমপি-৭০০/-২০২২(ভোলা)। সংবাদে বলা হয়েছে আমি ভোলা আদালতের মামলায় এক রকম তথ্য ও ভোলা থানায় আরেক রকম তথ্য দিয়েছি। কিন্তু আমি এ ব্যাপারে ভোলা থানায় কোন অভিযোগ দায়ের করি নাই। গ্রাহক হাজেরা ও তার স্বামী রফিক নিজেদের অপরাধ আড়াল করার জন্য কোস্ট ফাউন্ডেশনের সুনাম ক্ষুন্ন করতে এবং আমাকে সামাজিকভাবে হেও ও হয়রানী করতে সাংবাদিক ভাইদের কাছে আমার বিরুদ্ধে এসব মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক তথ্য দিয়েছে। সংস্থার কর্মীদের হেয় প্রতিপন্ন করে ১০ লক্ষ টাকার মানহানী ও ক্ষতিসাধন করিয়াছে। আমি উক্ত মিথ্যা, বানোয়াট ভিত্তিহীন ও উদ্দেশ্যেপ্রণোদিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

মুনসুর আলম
শাখা ব্যবস্থাপক, কোস্ট ফাউন্ডেশন
ইলিশা শাখা, ভোলা।

বাংলাদেশ সময়: ১৭:২৫:২৬   ৩১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


দুই মাসের নিষেধাজ্ঞার পর মাছ শিকারে প্রস্তুত জেলেরা
লালমোহনে তীব্র গরমে মুরগির খামারিদের বাড়ছে দুশ্চিন্তা
‘নকশী কাঁথা’ সেলাই করে ঘুরে দাঁড়ালেন ভোলার আমেনা খানম
ভোলায় ওমানিয়ান টুপি সেলাই প্রশিক্ষনের সার্টিফিকেট বিতরন
ভোলায় প্রাণীসম্পদ প্রদর্শনী ও উদ্যোক্তাদের মেলা অনুষ্ঠিত
ভোলায় অনুষ্ঠিত হলো প্রাণী প্রদর্শনী মেলা
চরফ্যাশনে দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী
বোরহানউদ্দিনে ফুটপাতে ঈদের জমজমাট কেনাকাটা
পথে পথে চাঁদাবাজি, ভোলার তরমুজচাষি ও ব্যবসায়ীরা বিপাকে
ভোলায় ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সম্মেলনে রূপালী ব্যাংক পিএলসিকে সর্ব শীর্ষে নিয়ে যাবার অঙ্গীকার



আর্কাইভ