শনিবার, ১১ মে ২০২৪

দৌলতখানে জেলেদের সুরক্ষা সামগ্রী বিতরণ

প্রচ্ছদ » দৌলতখান » দৌলতখানে জেলেদের সুরক্ষা সামগ্রী বিতরণ
বুধবার, ৪ জানুয়ারী ২০২৩



দৌলতখান প্রতিনিধি ॥
ভোলার জেলার দৌলতখান উপজেলায় প্রাকৃতিক দূর্যোগের সময় ঝুঁকিপূর্ণ জেলেদের সুরক্ষার জন্য সুরক্ষা সামগ্রী বিতরণ ও ব্যবহার বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে লোকাল গভার্নমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেইঞ্জ লোজিক প্রকল্পের উদ্যোগে  ৩৯০জন  জেলেদের মাঝে প্রাকৃতিক সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মালেক মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তৌফিক-ই-এলাহি চৌধুরী জেলা প্রশাসক ভোলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিবেক সরকার উপ-পরিচালক স্থানীয় সরকার ভোলা, আলহাজ্ব মনজুর আলম খান চেয়ারম্যান উপজেলা পরিষদ দৌলতখান, মোঃ জাকির হোসেন তালুকদার মেয়র দৌলতখান পৌরসভা, মোঃ তৌহিদুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা দৌলতখান, মাহফুজ হাসনাইন সিনিয়র মৎস্য কর্মকর্তা দৌলতখান।
এছাড়া ও অনুষ্ঠানে সৈয়দপুর ইউনিয়ন পরিষদের সদস্য এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ওরিয়েন্টেশন ও কর্মশালা অনুষ্ঠান, শেষে প্রধান অতিথি ৭৮জন ফিশিং বোটের জেলেকে ৫টি করে লাইফ জ্যাকেট ও দুইটি করে বয়া বিতরণ করেন। স্থানীয় জেলেরা জানান বর্ষা মৌসুমে প্রাকৃতিক দূর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় এই উপহার তাদের সাহায্য করবে এবং পাশাপাশি সরকারের পক্ষ থেকে উন্নত ও টেকসই সাহায্য ও সহযোগিতার কমনা করে।

বাংলাদেশ সময়: ১৩:২৬:৪৮   ২৫৬ বার পঠিত