বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

ভোলায় খামারিদের পশুর মানবৃদ্ধি করার লক্ষ্যে আদর্শ প্রাণীসেবার সভা অনুষ্ঠিত

প্রচ্ছদ » অর্থনীতি » ভোলায় খামারিদের পশুর মানবৃদ্ধি করার লক্ষ্যে আদর্শ প্রাণীসেবার সভা অনুষ্ঠিত
শনিবার, ৩ ডিসেম্বর ২০২২



---

স্টাফ রিপোর্টার ॥
ভোলায় খামারিদের পশুর মান বৃদ্ধি করার লক্ষ্যে আদর্শ প্রাণীসেবার সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ভোলা জেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
ভোলা জেলা চেম্বার অব কর্মাসের আয়োজনে সভায় চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু এর সভাপতিত্বে এই সভায় বক্তব্য রাখেন, অষ্ট্রেলিয়ার সেন্টাল কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. কামরুল আলম, অষ্ট্রেলিয়ার স্কুল অব বিজনেস অ্যান্ড ডল, হেড অফ কোর্স, সিকিউ ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. ওলাভ মুরলিংক, অষ্ট্রেলিয়ার মেলবোর্নের আরএমআইটি ইউনিভার্সিটির স্কুল অব ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপক ড. ফিরোজ আলম, অষ্ট্রেলিয়ার জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস এর অ্যাডজান্ট প্রফেসর ড. মাসুদ ঈসা।  সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আদর্শ প্রাণিসেবা লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ফিদা হক। অনুষ্ঠানে বক্তরা বলেন, ভোলা অর্ধ-শতাধিক চরাঞ্চল থাকায় এখানে মহিষ ও গরু পালনে ব্যাপক সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে খামারিদের বাজার তৈরি করা থেকে শুরু করে পশুর পর্যাপ্ত চিকিৎসা সেবা প্রয়োজন। তাই আদর্শ প্রাণিসেবা  প্রতিষ্ঠান এই দ্বীপ অঞ্চলের খামারিদের কাজে সহযোগিতা করবে বলে আগ্রহ প্রকাশ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, ভোলার তজুমদ্দিন উপজেলার চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান, দৈনিক আজকের ভোলা সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, ভোলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, কাচিয়া ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল ইসলাম নকীব, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুছসহ আরো অনেকে।

বাংলাদেশ সময়: ০:৩০:৩১   ১৮২ বার পঠিত