বুধবার, ১ মে ২০২৪

দৌলতখানে জাটকা শিকারের দায়ে ৮ জেলের জরিমানা

প্রচ্ছদ » অপরাধ » দৌলতখানে জাটকা শিকারের দায়ে ৮ জেলের জরিমানা
মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২



---

দৌলতখান প্রতিনিধি ॥
জেলার দৌলতখান উপজেলার মেঘনা নদীতে জাটকা (ছোট ইলিশ) শিকারের দায়ে ৮ জেলেকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার রাত ১০টার দিকে মৎস্য বিভাগের উদ্যোগে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৮ জেলে আটক ও ৫টি ট্রলার এবং দুটি চর থেকে প্রায় ২০ হাজার মিটার অবৈধ মশারির জাল জব্দ করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জসিমউদ্দিন জেলেদের এ অর্থদন্ড প্রদান করেন।
জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ জানান, জাটকা শিকারের দায়ে ৮ জেলেকে এক হাজার টাকা করে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ৫টি ট্রলার নিলামে ২ লাখ ৩৫ হাজার টাকা বিক্রি করা হয় ও জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। অভিযানে কোষ্টগার্ডের একটি দল সহায়তা করে বলে জানান তিনি।
উল্লেখ্য, ইলিশ মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চলতি বছরের এক নভেম্বর থেকে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত  ১০ ইঞ্চি বা ২৫ সেন্টিমিটারের নিচে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এ সময়ে জাটকা ইলিশ আহরণ, পরিবহন, মজুত, ক্রয়-বিক্রয় ও বাজারজাতকরণ দন্ডনীয় অপরাধ।

বাংলাদেশ সময়: ২২:২৪:৪৭   ২১৭ বার পঠিত