বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

ভোলায় বয়স ভিত্তিক বালিকাদের ফুটবল ও কাবাডি প্রতিযোগিতা

প্রচ্ছদ » খেলা » ভোলায় বয়স ভিত্তিক বালিকাদের ফুটবল ও কাবাডি প্রতিযোগিতা
রবিবার, ২৭ নভেম্বর ২০২২



আজকের ভোলা রিপোর্ট ॥
নারী ফুটবলকে এগিয়ে নিয়ের লক্ষ্য নিয়ে ভোলায় বয়স ভিত্তিক বালিকাদের ফুটবল ও কাবাডি প্রতিযোগিতা শুরু হয়েছে।
শনিবার সকালে (২৬ নভেম্বর)ভোলা সরকারি স্কুল মাঠে প্রতিযোগিতার অনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব মেজবাহ উদ্দিন। জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রতিযোগিতায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ২৮ বিদ্যালয় এই প্রতিযোগিতায় অংশ গ্রহন করেছে। এর মাধ্যমে তৃর্নমূল পর্যায় থেকে মেয়ে খেলোয়াড় আরো উঠে আসবে। যারা ভবিষৎতে জাতীয় পর্যায়ে ভূমিকা রাখতে পারবে বলে আশা করেন অতিথিরা।

---

এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক ও ভোলা অফিসার্স ক্লাবের সভাপতি মোঃ তৌফিক ই-লাহী চৌধুরী এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, ভোলা জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট তামিম আল ইয়ামিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ইয়ারুল আলম লিটন, মহিলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক লিপিয়া খানম সহ আরো অনেকে।
এর আগে প্রায় দের কোটি টাকা ব্যায়ে ভোলা অফিসার্স ক্লাবের নবনির্মিত টেনিস কমপ্লেক্স এবং খেলার মাঠের উদ্বোধন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০:৫৭:৪৬   ২৪৩ বার পঠিত