বুধবার, ১ মে ২০২৪

চরফ্যাশনে বন উজাড়, বাঁধা দেয়ায় বন কর্মকর্তার ওপর হামলা

প্রচ্ছদ » অপরাধ » চরফ্যাশনে বন উজাড়, বাঁধা দেয়ায় বন কর্মকর্তার ওপর হামলা
শুক্রবার, ১১ নভেম্বর ২০২২



চরফ্যাশন প্রতিনিধি ॥
ভোলার চরফ্যাশনের চালচরে বৃহস্পতিবার সকালে বনকর্মকর্তা চন্দ্র শেখর দাসে ওপর হামলার ঘটনা ঘটেছে।
জানাগেছে, স্থানীয় একটি চক্র দীর্ঘ দিন যাবৎ বন উজাড় করে বাড়ি ঘর, দোকান পাট নির্মান করে আসছে। বৃহস্পতিবার সকালে বন বিভাগের ঢালচর রেঞ্জ কর্মকর্তা চন্দ্র শেখর দাস বন পরিদর্শনে গিয়ে দেখতে পান একটি গ্রুপ বন উজাড় করে ভেকু দিয়ে মাটি কাটে। তিনি বাঁধা প্রদান করলে ক্ষুব্ধ হয়ে ওই চক্রটি তার ওপর হামলা করে। পরে তিনি স্থানীয়দের সহায়তায় তিনি প্রাণে রক্ষা পান।

---

এবিষয়ে ঢালচর ইউপি চেয়ারম্যান সালাম হাওলাদার বলেন, স্থানীয় কিছু লোক বনের ঢাল কাটলে বনকর্মকর্তা তাদের গায়ে হাত দিলে এ নিয়ে টানা হেছড়া হয়েছে। পরে স্থানীয় মেম্বার তার কাছে মাফ চেয়ে ফয়সালা করে দিয়েছেন।
বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা এসএম কায়সার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বিষয়টি ভিসি এসপিকে অবগত করেছি। আমাদের অভিমান অব্যাহত রয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ০:৫৪:০৮   ২২৬ বার পঠিত