শনিবার, ১১ মে ২০২৪

দৌলতখানে খেলতে গিয়ে খালের পানিতে পড়ে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

প্রচ্ছদ » নারী ও শিশু » দৌলতখানে খেলতে গিয়ে খালের পানিতে পড়ে একই পরিবারের দুই শিশুর মৃত্যু
রবিবার, ৯ অক্টোবর ২০২২



---

স্টাফ রিপোর্টার ॥
বাড়ির পাশে খেলতে গিয়ে খালে পানিতে ডুবে ভোলার দৌলতখান উপজেলার মেদুয়া ইউনিয়নের চর নেয়ামতপুর গ্রামের  একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। এরা হলেন মো. জিহাদ (৪) ও কনিকা (৩) তাঁরা সম্পর্কে একে-অপরের ফুফাতো ভাই-বোন। রোববার (৯ অক্টোবর) দুপুরে দৌলতখান উপজেলার বিছিন্ন চর  নেয়ামতপুর গ্রামে  এ ঘটনা ঘটে।
ভোলা সদর হাসপাতালে দায়িত্বে থাকা আবাসিক মেডিকেল অফিসার ডা: তায়েবুর রহমান এই তথ্য নিশ্চিত করেন। নিহতরা ওই গ্রামের মহিউদ্দিন ও গিয়াসউদ্দিনের সন্তান।
মৃত মো. জিহাদ এর বাবা মহিউদ্দিন জানান, দুপুরে বাড়ির সবার অগোচরে জিহাদও কনিকা  খালের পাশে খেলতে এসে অসাবধানতাবশত খালের পানিতে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজির পরে বাড়ির পাশে খালে লাশ দুট ভাসতে দেখে।পরে তাদেরকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।একই ইউনিয়নে কয়েক ঘন্টার ব্যবধানে একই পরিবারের দুই শিশুর মৃত্যুতে পরিবার স্বজন ও এলাকাবাসীর  মাঝে শোকের ছায়া  নেমে এসেছে।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় শিশু দুইটির লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:০৮:৫৫   ২৯৫ বার পঠিত