বুধবার, ১ মে ২০২৪

বোরহানউদ্দিনে মা ইলিশ সংরক্ষণে প্রচার-প্রচারণা

প্রচ্ছদ » বোরহানউদ্দিন » বোরহানউদ্দিনে মা ইলিশ সংরক্ষণে প্রচার-প্রচারণা
বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২



---

আরিফ পন্ডিত, বোরহানউদ্দিন ॥
ভোলার বোরহানউদ্দিনেও ইলিশ প্রজননে ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়েছে। ৬ অক্টোবর রাত ১২টার পর থেকেই এই অভিযান শুরু হবে।
মৎস্য বিভাগের উদ্যোগে বোরহানউদ্দিনে বিভিন্ন উপজেলার হাট, বাজার, মাছঘাট, মৎস্য আড়তগুলোতে জেলেদের নিয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ব্যানার, পোস্টার, লিফলেট বিতরণ, মাইকিং ইত্যাদির মাধ্যমে জেলেদের অভিযান স¤পর্কে জানান দেওয়া হয়েছে।
বোরহানউদ্দিন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহম্মদ আখন্দ বলেন, জেলেদের সচেতনতার জন্য মাইকিং ও হাটে বাজারে প্রচার -প্রচারণা করেছি। জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করলে আইনের আওতায় আনা হবে।
জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাতউল্লাহ বলেন, জেলেদের পাশাপাশি বাস-ট্রাক-লঞ্চগুলোতে চিঠি দেওয়া হবে নিষেধাজ্ঞাকালে ইলিশ মাছ পরিবহন থেকে বিরত থাকার জন্য। বন্ধ রাখার জন্য বলা হয়েছে বরফকলগুলোকে। এ সময়ে জেলেদের গ্রহণ করা ঋণের কিস্তি স্থগিত রাখার জন্য এনজিওগুলোকে চিঠি দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২৩:৪০:১৪   ২৬৮ বার পঠিত