বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

বোরহানউদ্দিনে আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৭

প্রচ্ছদ » জেলা » বোরহানউদ্দিনে আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৭
মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২



আরিফ পন্ডিত, বোরহানউদ্দিন ॥
ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ৪নং ওয়ার্ডে ও কুতুবা ইউনিয়নের নতুন বাজার সংলগ্ন মুজিব শতবর্ষের প্রধান মন্ত্রীর উপহার হিসেবে টবগী ইউনিয়নে ৪০টি এবং কুতুবা নতুন বাজারসংলগ্ন ৫৪টি ঘর পরিদর্শণ করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৭ এর মীর তাইফা ছিদ্দিকা।
সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে অসহায় পরিবার গুলোর খোঁজখবর ও নির্মাণ করা ঘর পরিদর্শন এবং কুশল বিনিময় করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৭ এর মীর তাইফা ছিদ্দিকা। এসময় প্রধানমন্ত্রীর উপহার দেওয়া ওই ঘর পেয়ে খুশি হয়েছে তারা। ঘরগুলো অনেক শক্ত ও মজবুত হয়েছে। ভালো মানের ঘর পেয়েছেন তারা।  প্রধানমন্ত্রীর জন্য নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাচ্ছেন ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন তারা। এমনটি জানিয়েছেন ঘর পাওয়া অসহায় পরিবার গুলো।

---

এসময় বোরহানউদ্দিন উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান, উপজেলা ভূমি কর্মকর্তা ও একসিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুন্নি ইসলাম, টবগী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন হাওলাদার, পিআইও, উপজেলা প্রকৌশলী,  নির্বাহি কর্মকর্তার নাজির মোঃ রুবেল, টবগী ইউপি সদস্যবৃন্দ, ডিলার মানিক সওদাগর ও যুবলীগ নেতা হেলাল উদ্দিন নয়নসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্যঃ মুজিব শতবর্ষে বোরহানউদ্দিন উপজেলায় তৃতীয় পর্যায়ে মোট ১৪২ টি ঘর নির্মান করা হয়েছে। এর আগে ১ম ও ২য় পর্যায়ে ৪৪ টি ঘর নির্মান করা হয়।

বাংলাদেশ সময়: ১৯:১৮:১৫   ২৬১ বার পঠিত